promotional_ad

সঠিক সমর্থন পেলে ৫০০-৫৫০ উইকেট পেতাম: হরভজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত শুক্রবার সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হরভজন সিং। সদ্য সাবেক এই ভারতীয় স্পিনার ৩১ বছর বয়সেই তুলে নিয়েছিলেন ৪০০ টেস্ট উইকেট। এরপর এক দশক খেললেও তার ক্যারিয়ার থেমে গেছে ৪১৭ উইকেটে।


হরভজন মনে করেন তার ক্যারিয়ার আরও লম্বা হতে পারতো। ভারতীয় দল থেকে বাদ পড়ার কারণটা এখনও অজানা তার। হরভজন তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আইপিএলে নিয়মিত খেলে গেলেও ২০১৭ সালেই শেষ হয়ে গেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।


promotional_ad

আক্ষেপের সুরে হরভজন বলেছেন, 'সমর্থন পেলে সবসময়ই ভালো লাগে। আমি বলতে পারি, যদি সঠিক সময়ে সেরকম সমর্থন পেতাম, তাহলে ৫০০-৫৫০ উইকেট নিয়ে আরও আগেই অবসরে যেতে পারতাম। কারণ ৪০০ উইকেট পাওয়ার সময় আমার বয়স ছিল স্রেফ ৩১। আরও ৩-৪ বছর খেলতে পারলে (টানা) ৫০০ উইকেট পেতে পারতাম। কিন্তু তা হয়নি।'


বাদ পড়ার কারণ অনেকবার জিজ্ঞেস করেও পাননি বলে অভিযোগ করে হরভজন বলেন, 'কেউ যখন চারশর বেশি উইকেট নেয় এবং এরপর আর সুযোগ পায় না, এমনকি বাদ পড়ার কারণও জানানো হয় না, মাথায় অনেক প্রশ্ন তখন আসেই। আমার দল থেকে বাদ পড়া নিয়ে অনেককে জিজ্ঞেস করেছি, কোনো জবাব পাইনি।'


৪০০ উইকেট পাওয়ার পর হরভজন মাত্র ৭টি টেস্ট খেলতে পেরেছিলেন। এরপর তার জায়গা অনেকাংশেই দখল করে নেন রবিচন্দ্রন অশ্বিন। হরভজন মনে করেন এটা ভারতের ক্রিকেটের জন্যই সবচেয়ে একটি হতাশার গল্প।


তার ভাষ্য, '৪০০ উইকেট শিকারি একজনের সঙ্গে এরকম হলে ৪০ উইকেট পাওয়া কাউকে কেউ জিজ্ঞেসই করবে না। এটা ভারতীয় ক্রিকেটের একটি হতাশার গল্প যে, কেউ এত অর্জনের পর তাকে যখন আর প্রয়োজন হয় না, কেউ ভালোভাবে কথাও বলে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball