Connect with us

অস্ট্রেলিয়া ক্রিকেট

ল্যাঙ্গারের কোচিং ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে সিএ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী বছরের মে মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে চুক্তি শেষ হবে জাস্টিন ল্যাঙ্গারের। এরপর তিনি অস্ট্রেলিয়ার কোচ হিসেবে থাকবেন কিনা বা থাকলে কোন কোন সংস্করণে থাকবেন- এসব বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সিএ।

কয়েকদিন আগে ল্যাঙ্গার অবশ্য নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণে কোচিং করাতে চান তিনি। কিছুদিন আগে তার অধীনে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অজিরা।

সাম্প্রতিক সময়ে অ্যাশেজেও দুর্দান্ত ফর্মে আছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই এগিয়ে আছে ২-০ ব্যবধানে। সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার কোচ হিসেবে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি ল্যাঙ্গারের। কিন্ত কিছুটা ভিন্ন আঙ্গিকে ভাবছে সিএ।

সামনের বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে আলাদা আলাদা পরিকল্পনা করার ইঙ্গিত দিয়েছে তারা। যদিও এই ব্যাপারে কিছুই খোলাসা করেননি সিএ'র প্রধান নির্বাহী নিক হকলি।

তিনি বলেন, 'জাস্টিন ল্যাঙ্গার এবং পুরো দল অবশ্যই দারুণ করছে। আমরা প্রথম দুই টেস্টে দেখেছি দলের পারফরম্যান্স। আমরা আসন্ন দুটো আসর নিয়ে ভাবছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে চলে এসেছে এবং আমাদের দল ইতোমধ্যেই সেটিকে ঘরে নিয়ে এসেছে।

'অ্যাশেজের ক্ষেত্রেও একই কথা। জাস্টিন ল্যাঙ্গারকে আমি ভালো করে চিনি, দল সম্পর্কেও জানি। তারা এই সিরিজে অনেক বেশি ফোকাসড। কিন্তু আমি আগে যা বলেছি, সেটাই রইল। আমরা গ্রীষ্মের শেষে বসব। এখান থেকে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে ভাবব।'

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সহজ ক্যাচ ছাড়লেন মুশফিক

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন