Connect with us

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ওয়েলিংটনের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, বিশ্বাস সুজনের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের মাটিতে সাদা পোশাকে বাংলাদেশের খুব বেশি সুখস্মৃতি নেই। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে শেষ দিনের শেষ ইনিংস পর্যন্ত দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। সেই স্মৃতি থেকেই এবার অনুপ্রেরণা নিচ্ছে বাংলাদেশ দল।

এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ২০১৭ সালে ওয়েলিংটনে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি টাইগারদের।

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে সবকটিতেই হারতে হয়েছে বাংলাদেশকে। এর মধ্যে ইনিংস ব্যবধানে হারতে হয়ে ৫টিতে। বাংলাদেশ যতবারই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ততবারই কিউইদের বোলিং আক্রমণের সামনে আত্মসমর্পন করতে হয়েছে।

ওয়েলিংটনের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সুজন বলেছেন, 'এর আগে নিউ জিল্যান্ডে আমরা ১০টি (৯টি) টেস্ট খেলেছি, রেকর্ড যেখানে খুব ভালো নয়। ব্যতিক্রম বলা যায় ২০১৬ সালের (২০১৭ সাল) ওয়েলিংটন টেস্ট। ওই টেস্টে শেষ দিনে চা-বিরতির পর হেরে যাই আমরা। তবে ওই টেস্ট থেকেই আমরা প্রেরণা নিচ্ছি যে, সেবার যদি আমরা ৫৯৫ করতে পারি ৮ উইকেটে, ইনিংস ঘোষণা করেছিলাম, এবার আমরা চাই আরও ভালো কিছু করতে।'

ক্রাইস্টচার্চে পৌঁছে এক সপ্তাহেরও বেশি সময় কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। এরপর শুক্রবারই তাওরাঙ্গায় পৌঁছেছে টাইগাররা। আগামী ১ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। এর আগে ২৮ ডিসেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

দলের অনুশীলন পরিকল্পনা নিয়ে সুজন বলেন, 'আগামী দুই দিন, মানে ২৬ ও ২৭ ডিসেম্বর আমরা ট্রেনিং করব। আশা করি কঠোর ও ভালো ট্রেনিং হবে। ২৮ ও ২৯ তারিখ আমাদের প্রস্তুতি ম্যাচ আছে। ৩০ তারিখ আবার বিরতি। ৩১ তারিখে অনুশীলনের পর আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলব ১ তারিখ থেকে। এখনও পর্যন্ত সব ভালো। ছেলেরা ফিট আছে, ভালো আছে। অনুশীলনও ভালো হচ্ছে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।'

সর্বশেষ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

একশ রানের উইকেট হবে, মানতে নারাজ সালাহউদ্দিন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

অ্যাশেজের চেয়ে বেশি উত্তাপ ভারত-পাকিস্তানের দ্বৈরথে: ভন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

পিএসএলে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

তামিমের সঙ্গে কথা বলবেন সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

সাকিব কখনই বলেনি সে খেলতে চায় না: সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দ্রাবিড়কে প্রমাণ করতে হবে সে 'ওভাররেটেড' নয়: শোয়েব

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রিজওয়ান

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

‘ইউনিভার্স বস চলে এসেছে, এখন যা করার সে-ই করবে’

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

হ্যাটট্রিক জয়ে চূড়ান্ত লড়াইয়ের সামনে বাংলাদেশ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দুরন্ত হোল্ডারে ইংল্যান্ডকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

আর্কাইভ

বিজ্ঞাপন