promotional_ad

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শুক্রবার (২৪ ডিসেম্বর) বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন। সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা।


এ ছাড়া আগামী  ওয়নাডে বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে জাহানারা আলম-সালমা খাতুনরা। তাদের এমন ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি।


promotional_ad

নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রসঙ্গে পাপন বলেন, 'গত বছর তাদের (মেয়েদের) ছেলেদের তুলনায় অনেকটা ভালো (বেতন) করেছি। এবার আমরা আরো ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে।'


স্বভাবিকভাবে বিসিবি ১০-১৫ ভাগ হারে বেতন বৃদ্ধি করে। তবে এবার ব্যাতিক্রম ঘটছে নারীদের ক্ষেত্রে। তাদের বেতন বাড়ানো হচ্ছে ৩৩ শতাংশ করে। 'এ' ও 'বি' ক্যাটাগরিতে বেশি জোর দিচ্ছে বিসিবি।


পাপন বলেন, 'স্বাভাবিকভাবে আমরা ১০-১৫ ভাগ করি, তো আমার জানা মতে এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে। তো আমরা মেয়েদের পারিশ্রামিক যারা ভালো খেলে সে অনুযায়ী 'এ' ক্যাটাগরি, 'বি' ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।’


গত কয়েক বছরে বাংলাদেশ নারী দলের উন্নতির জায়গা স্পষ্ট। ক্রিকেটে নারীদের হাত ধরেই ২০১৮ সালে প্রথমবারের  মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব পায় বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball