দায়িত্ব সবসময় উপভোগ করেন রাহুল
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নেই রোহিত শর্মা। তাই এই সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পড়েছে লুকেশ রাহুলের কাধে। তবে নেতৃত্বকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না তিনি। বরং দায়িত্ব উপভোগ করেন এই ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রাহুল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করেন এই ওপেনার। এই টুর্নামেন্টের সর্বশেষ আসরেও তিনি নেতৃত্বের পাশাপাশি সফল ছিলেন ব্যাট হাতেও। আসরে ৬২৬ রান করে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
রাহুল বলেন, 'আমি মনে করি না যে খুব বেশি কিছু পরিবর্তন হয়েছে। আমি সবসময় দায়িত্ব উপভোগ করেছি। এমনকি একজন ওপেনার হিসেবেও সবসময় আপনার ওপর দায়িত্ব থাকে যে, আপনি আপনার দলকে ভালো শুরু এনে দেবেন।'