Connect with us

ভারতীয় ক্রিকেট

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন হরভজন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরেই জাতীয় দলে নেই হরভজন সিং। বয়সে বেড়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভাটা পড়েছে পারফরম্যান্সে। অবশেষে ৪১ বছর বয়সে এসে সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতের এই স্পিনার।

ক্রিকেটের সঙ্গে ২৩ বছরের সম্পর্কে ইতি টানার বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন হরভজন। সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে বাইশ গজে দেখা গিয়েছিল তাকে। যদিও বল হাতে খুব বেশি সফল হতে পারেননি। 

ক্রিকেটকে বিদায় বলা সম্পর্কে টুইটে হরভজন লিখেছেন, ‘সব ভাল জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হরভজনের। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে। সাদা পোশাকের ক্রিকেটে ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলেছেন এই স্পিনার। যেখানে ৩২.৪৬ গড়ে নিয়েছেন ৪১৭ উইকেট। ক্যারিয়ারে ২৫ বার পাঁচ উইকেট এবং পাঁচবার ১০ উইকেট করে নিয়েছেন। 

একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১৫ সালের পর ওয়ানডে আর দেখা যায়নি তাকে। ৫০ ওভারের ক্রিকেটে খেলেছেন ২৩৬ ম্যাচ। যেখানে ৪.৩১ ইকনোমি রেটে নিয়েছেন ২৬৯ উইকেট। তিনবার নিয়েছেন পাঁচটি করে উইকেট।

সর্বশেষ ২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় হরভজনের। এই ফরম্যাটে খেলেছেন মোটে ২৮ ম্যাচে। যেখান তার উইকেট সংখ্যা ২৫টি। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫০ উইকেট নিয়েছেন তিনি। এদিকে ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন হরভজন।

সর্বশেষ

২০ আগস্ট, শনিবার, ২০২২

নিউজিল্যান্ডকে সমতায় ফেরালেন ফিন-সাউদি-বোল্ট

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

তিনদিনেই শেষ লর্ডস টেস্ট, ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

পারফর্ম করেই আবার পাকিস্তান দলে ফিরতে চান হাসান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

রিজওয়ানের পরামর্শেই সফল সালমান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ওয়াসিম আকরাম-শাস্ত্রীদের সঙ্গী আথার আলী

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এখনও জাদেজার ছায়ায় অক্ষর, দাবি আকাশ চোপড়ার

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে: শ্রীরাম

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

কোচ যেই থাকুক, সেরা একাদশ সাকিবই ঠিক করে: পাপন

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে বাংলাদেশে আসছেন শ্রীরাম

আর্কাইভ

বিজ্ঞাপন