নেপাল

নেপালকে টেস্ট মর্যাদা এনে দিতে চান লামিচানে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:36 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ছোট দলের বড় তারকা বলা হয় সন্দ্বীপ লামিচানেকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা বিগ ব্যাশের মতো সব জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানো এই লেগ স্পিনার নিজের দেশের ক্রিকেটকে নিয়ে যেতে চান বহুদূর। নেপালকে টেস্ট মর্যাদা এনে দিতে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়তে চান লামিচানে।

চলমান বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে মাঠ মাতাচ্ছেন লামিচানে। ২১ বছর বয়সী এই লেগস্পিনার কয়েক দিন আগেই নেপালের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়েই দেশের ক্রিকেট ভবিষ্যত নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আটছেন এই তারকা স্পিনার।

২০১৮ সালে ওয়ানডে খেলার মর্যাদা পায় নেপাল। কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়নি তারা। লামিচানে মনে করেন চ্যালেঞ্জিং হলেও বিশ্বকাপে খেলা সম্ভব। পাশাপাশি ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটের মর্যাদা এনে দিতে চান দেশকে।

লামিচানে বলেন, 'আমরা সব সময় একটা কথা বলে আসছি। আমাদের বিশ্বকাপ খেলতে হবে এবং টেস্ট মর্যাদা পেতে হবে। অবশ্যই এটি একটি নতুন চ্যালেঞ্জ হতে চলেছে এবং আমি যতদিন আছি, টেস্ট মর্যাদা পেতে আমাদের সম্ভাব্য সবকিছু করব।'

২০১৬ সালে অক্টোবরে আয়ারল্যান্ডের আন্তঃপ্রাদেশিক প্রতিযোগিতা প্রথম শ্রেণি ও লিস্ট-এ মর্যাদা পেয়েছিল। আফগানিস্তানের আবেদনের প্রেক্ষিতে ঘরোয়া প্রতিযোগিতায় দীর্ঘ ফরম্যাটের ম্যাচগুলোও প্রথম শ্রেণির মর্যাদা পায়।

এরপর ২০১৭ সালে এই দুই দেশকে আনুষ্ঠানিকভাবে টেস্ট মর্যাদাপূর্ণ দেশে হিসেবে স্বীকৃতি দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই দুই দেশসহ এখন মোট টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা দশটি।