promotional_ad

কেন্টের ব্যাটিং কোচ ডেসকাট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষে রায়ান টেন ডেসকাট জানিয়েছিলেন অবসরের আগে আরও একটি বিশ্বকাপ খেলতে চান। সেই সুযোগও পেয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ব্যাট হাতে সাফল্য না পেলেও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।


সবধরনের ক্রিকেটকে বিদায় বলার পর এবার কেন্টের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন টেন ডেসকাট। ৪১ বছর বয়সি সাবেক এই ক্রিকেটারকে ব্যাটিং কোচ করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংলিশ কাউন্টির দল কেন্ট।


২০২২ সালের ১ জানুয়ারি থেকে কেন্টের সঙ্গে যোগ দেবেন টেন ডেসকাট। যেখানে তার সঙ্গী ম্যাক ওয়াকার। নিজের নতুন অধ্যায় শুরু এবং কেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন নেদারল্যান্ডসের সাবেক এই ব্যাটার।


promotional_ad

দক্ষিণ আফ্রিকায় জন্ম ও বেড়ে ওঠা হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডকে প্রতিনিধিত্ব করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সময়টা ২০০৩ সাল, দক্ষিণ আফ্রিকায় প্রাক-মৌসুম ম্যাচে ডেসকাটকে দেখেই পছন্দ করেন গ্রাহাম গুচ। এরপরই এসেক্সে যোগ দিতে প্রস্তাব দেন এই ইংলিশ গ্রেট।


এসেক্সে যোগ দিয়ে ইংলিশ কাউন্টিতে কাটিয়েছেন ১৯টি মৌসুম। যেখানে ৫৫৪ ম্যাচে ১৭ হাজার ৪৬ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ ছাড়া বল হাতে নিয়েছেন ৩৪৮ উইকেট। ২০০৬ সালে এসেক্স শিরোপা জেতার পরই কাউন্টিতে অভিষেক হয় ডেসকাটের।


সেই বছর ক্যারিয়ারের সর্বোচ্চ রান করেন তিনি। যেখানে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে কানাডার বিপক্ষে অপরাজিত ২৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন নেদারল্যান্ডের এই ক্রিকেটার। ২০০৮ সালে প্রথমবারের মতো আইসিসির অ্যাসোসিয়েট প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১০ এবং ২০১১ সালেও তাঁর ঝুলিতেই গিয়েছিল সেই পুরস্কার। 


২০১৬ সালে প্রথমবারের মতো এসেক্সের অধিনায়কের দায়িত্ব পান ডেসকাট। তাঁর নেতৃত্বে ডিভিশন টু থেকে ওয়ানডে ওঠে আসে এসেক্স। পরের বছর ডিভিশন ওয়ানডে শিরোপাও জিতে নেয় দলটি। ২০১৯ সালে অধিনায়কত্ব ছাড়লেও কাউন্টি দলটির হয়ে খেলা চালিয়ে গেছেন তিনি।


ইংলিশ কাউন্টি খেলা ছাড়াও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন ডেসকাট। ২০১১ সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পান তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জেতেন অভিজ্ঞ এই ক্রিকেটার।


নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৩ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন ডেসকাট। ওয়ানডেতে ৫ সেঞ্চুরিতে ৬৭ গড়ে করেছেন ১ হাজার ৫৪১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১ হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মাঝে সর্বোচ্চ গড় তাঁর। এ ছাড়া ২৪ টি-টোয়েন্টিতে করেছেন ৫৩৩ রান। বল হাতে ওয়ানডেতে ৫৫ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৩ উইকেট।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball