Connect with us

অ্যাশেজ সিরিজ

অ্যাশেজ ৫-০ হোক, চাওয়া স্মিথের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। উড়তে থাকা অস্ট্রেলিয়ার এবারের লক্ষ্য, ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা।

ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টেও দাপুটে জয় ছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচটি তারা জিতেছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। নিকট অতীতে ঘরের মাঠের কোনো ম্যাচে অবশ্য ইংল্যান্ডকে সেভাবে দাঁড়াতেও দেয়নি অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ ১২ টেস্টের মধ্যে ১১টি তে ই হেরেছে ইংল্যান্ড। সবশেষ দুই অস্ট্রেলিয়া সফরে ৫-০ ও ৪-০ ব্যবধানে হেরেছে তারা। ২০১৩-১৪ মৌসুমে হারে ৫-০ তে আর ২০১৭-১৮ মৌসুমে হারে ৪-০ ব্যবধানে। এবারও সেই পথেই আছে অজিরা। অ্যাডিলেডে অধিনায়কত্ব করা স্মিথ অন্তত চান এমনটাই।

তিনি বলেন, 'আমরা অবশ্যই চাই (৫-০ ব‍্যবধানে সিরিজ জিততে)। তবে এই মুহূর্তে আমরা একটি করে ম্যাচ নিয়ে আগাচ্ছি। এখানে আমরা যা করতে পারি। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অবশ্যই দারুণ ব্যাপার। আশা করি, আমরা এই মোমেন্টাম বক্সিং ডে টেস্টে ধরে রাখতে পারব।'

'ইংল্যান্ড দারুণ দল, কিন্তু আমরা এখনও তাদের সেভাবে লড়াইয়ে ফিরতে দেইনি। দুই ম্যাচে আমরা যথেষ্ট এগিয়ে ছিলাম। আমাদের জায়গা থেকে আমরা যা চাই, তা হলো সামনে এগিয়ে যেতে এবং ইংল্যান্ডকে কোনোভাবেই মোমেন্টাম না দিতে।'

বল বিকৃতি কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারিয়েছিলেন স্মিথ। এরপর টিম পেইনের আকস্মিক বিদায়ে হুট করেই অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্ব মেলে তার। অ্যাডিলেড টেস্ট শুরুর আগের রাতে কোভিড ইস্যুতে নব্য দলনেতা প্যাট কামিন্স ছিটকে গেলে এই ম্যাচে নেতৃত্ব দেবার সুযোগ মেলে স্মিথের।

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

ফিরলেন হেটমায়ার, খেলবেন আগামী ম্যাচে

১৬ মে, সোমবার, ২০২২

ফার্নান্দোকে ফিরিয়ে নাঈমের ফাইফার

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

আর্কাইভ

বিজ্ঞাপন