বিসিএল

নাসুমের উইকেটের সেঞ্চুরির পর সাউথ জোনের প্রতিরোধ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:34 সোমবার, 20 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে বিসিবি সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৮৫ রানে অলআউট হয়েছে বিসিবি নর্থ জোন। সাউথ জোনের হয়ে একাই ৬ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার এদিন প্রথম শ্রেণির ক্যারিয়ারে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

চার উইকেটে ২৪৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বিসিবি নর্থ জোন। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার নাঈম ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন এদিন সাবধানী শুরু করেন। তবে দলীয় ২৭৪ রানে নাঈমকে ফিরিয়ে ফিরিয়ে ১৬০ রানের জুটি ভাঙেন নাসুম।

নাঈম ফিরেছেন ব্যক্তিগত ১৩৭ রান করে। যা দলের পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এরপর অঙ্কনও দ্রুত ফেরেন। এই মিডল অর্ডার ব্যাটার ১৮৪ বল খেলে করেন ৭৬ রান। 

শেষ দিকে ব্যাটিংয়ে এসে মোহাম্মদ শরিফুল্লাহ দুর্দান্ত খেলেছেন। তার ব্যাটেই ৪০০ রানের আশা দেখছিল নর্থ জোন। তবে ৯২ বলে ৫৬ রান করে তিনি ফিরলে আর বেশি দূর এগোতে পারেনি দল। শেষ পর্যন্ত নর্থ জোন অলআউট হয়েছে ৩৮৫ রানে।

সাউথ জোনের হয়ে দশ উইকেটের সবকটাই শিকার করেছেন স্পিনাররা। এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন নাসুম। এই অফ স্পিনার একাই নিয়েছেন ৬ উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

ব্যাটিংয়ে সাউথ জোনের শুরুটা হয়নি। ইনিংসের শুরুতেই ব্যাক্তিগত ৫ রান করে মাইশুকুর রহমান ফেরেন। এরপর দলীয় ৫৪ রানে ফেরেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। তবে দিন শেষে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে সাউথ জোন। নর্থ জোনের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও নোমান চৌধুরী।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি নর্থ জোন- ২৪৬/৪ (১৩৮.৪ ওভার) (নাঈম ১৩৭, অঙ্কন ৭৬; নাসুম ৬/১২৬)

বিসিবি নর্থ জোন- ১১২/২ (৩৯ ওভার) (হৃদয় ৩৯*, বিজয় ৩৫; শফিকুল ১/২২)