promotional_ad

দিপুর হাফ সেঞ্চুরির দিনে আবু হায়দারের ৫ উইকেট

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম দিন শেষে আবু হায়দার রনির বোলিং তোপে ২৪৫ রানে গুটিয়ে গিয়েছে ইসলামী ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেছেন শাহাদাত হোসেন দিপু। দিন শেষে এক ওভার ব্যাটিং করে সেন্ট্রাল জোনের স্কোরবোর্ডে তুলেছে ৪ রান। 


দিনের শুরুতে টস জিতে ইসলামী ব্যাংককে ব্যাটিংয়ের ???মন্ত্রণ জানান ওয়ালটনের অধিনায়ক শুভাগত হোম। তবে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। রবিউল হকের আউট সুইং ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন ১ রান করা আশরাফুল।


শুরুর ধাক্কা সামল দিয়ে প্রতিরোধ গড়েন ইমরুল কায়েস ও শাহাদাত হোসেন দিপু। তাদের ব্যাটে এগোতে থাকে ইসলামী ব্যাংকের ইনিংস। কিন্তু নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে রবিউল তুলে নেন ইমরুলের উইকেটও। তার শর্ট বল উড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন ৩২ রান করা ইমরুল।


promotional_ad

দলীয় ৬০ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটির হয়ে হাল ধরেন ইরফান শুক্কুর এবং দিপু। কিন্তু দলীয় ৯৩ ও ৯৪ রানে শুক্কুর এবং আফিফকে বিদায় করেন আবু হায়দার এবং হাসান মুরাদ। ০ রানে ফেরেন আফিফ। প্রথম সেশনে ৩৫ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ৯৪ রানে মধ্যাহৃ বিরতিতে যায় ইসলামী ব্যাংক।


দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন দিপু। কিন্তু ব্যক্তিগত ৭২ রানে হাসান মুরাদের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন এই ব্যাটার। দলীয় ১৫২ রানে আম্পায়রের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন নাদিফ চৌধুরী। দ্বিতীয় সেশন শেষে ইসলামী ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান।


২১ রানে ক্রিজে থাকেন প্রীতম কুমার ও ৬ রানে ক্রিজে থাকেন নাঈম হাসান। শেষ সেশনে নেমে প্রতিপক্ষ শিবিরে আরও ৩ বার আঘাত হানেন আবু হায়দার। গত ম্যাচে না খেললেও এই ম্যাচে সুযোগ পেয়ে এই পেসার তুলে নেন ৫ উইকেট। হাসান মুরাদ শিকার করেন ৩টি। ২৪৫ রানে গুটিয়ে যায় ইস্ট জোন। জবাবে এক ওভার ব্যাটিং করে সেন্ট্রাল জোনের সংগ্রহ করে বিনা উইকেটে ৪ রান।


সংক্ষিপ্ত স্কোর:


বিসিবি ইস্ট জোন: ২৪৫/১০ (৮৩.৫ ওভার) (দিপু ৭২, নাইম হাসান ৪০) (আবু হায়দার ৫/৯৩, মুরাদ ৩/৪৭)


ওয়াল্টন সেন্ট্রাল জোন: ৪/০ (ওভার ১ ওভার) (মিজান ২*, মিঠুন ২*)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball