promotional_ad

বিরাট ইস্যুতে সৌরভের কাছে ব্যাখ্যা চান মদন লাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিরাট কোহলির ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেয়া সংক্রান্ত ভারতের ক্রিকেটের চলমান অস্থিরতার সমাধান চেয়েছেন মদন লাল। স্পর্শকাতর এই বিষয়ে সৌরভ গাঙ্গুলির কাছ থেকেই সমাধানের প্রত্যাশা করছেন তিনি।

সাম্প্রতিক অবস্থা ভালো নেই ভারতের ক্রিকেটে। আচমকা ওয়ানডে সংস্করণের নেতৃত্ব কেড়ে নেয়া হয় কোহলির কাছ থেকে। আর তা হস্তান্তর করা হয় রোহিত শর্মাকে। এরপর সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে অনুরোধ করেছিলেন তারা।


যুক্তি হিসেবে সৌরভ জানান, সাদা বলের দুই সংস্করণে দুই অধিনায়ক রাখা সম্ভব নয় বলেই কোহলিকে এমনটা বলেছিলেন তারা। এরপর কোহলি বলেন উল্টো কথা।


promotional_ad

১৫ ডিসেম্বর (বুধবার) সকালে কোহলি দাবি করেন, এমন কোনোকিছুই তাকে বলেনি কেউ। কোহলির বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) এক মুখপাত্র জানান, কোহলিকে নেতৃত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন তারা! এরপর সৌরভ জানান, এই বিষয়ে কোনো মন্তব্যই করতে পারবেন না তিনি।


এসব সমস্যার সঠিক সমাধান চান সাবেক ক্রিকেটার মদন লাল, 'আমার মনে হয়, আরেকটু ভালোভাবে এই সমস্যার সমাধান করা যায়। এখানে বিতর্কের কিছু নেই। মতামতে পার্থক্য কেবল। সৌরভ এই ব্যাপারে কী বলেছে তা আমার জানা নেই। এই ব্যাপারে আমি মন্তব্য করব না।'


'তবে আমার মনে হয় বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভের উচিত এই ব্যাপারে ব্যাখ্যা দেয়া। আর পুরো বিষয়টার সমাধান করা। দক্ষিণ আফ্রিকা সফরে মনোযোগ দিতে হবে আমাদের। সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball