promotional_ad

অ্যাডিলেডে খেলছেন না কামিন্স, অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কোভিড সংক্রান্ত জটিলতায় অ্যাডিলেডে চলমান দিবা রাত্রির টেস্টে অস্ট্রেলিয়া একাদশে খেলা হচ্ছে না প্যাট কামিন্সের। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।


ম্যাচের আগের রাতে রেস্টুরেন্টে বসে রাতের খাবার খাচ্ছিলেন কামিন্স। তার কাছাকাছি কোভিড আক্রান্ত এক রোগী ছিলেন। বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের।


এরপরই পিসিআর টেস্ট করানো হয় কামিন্সকে। রিপোর্ট নেগেটিভ আসে তার। যদিও নিয়ম অনুযায়ী কামিন্সকে এক সপ্তাহের আইসোলেশনে থাকতে হবে। যার কারণে এই ম্যাচে খেলছেন না তিনি।


promotional_ad

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, 'গত রাতে কামিন্স একটি রেস্টুরেন্টে রাতের খাবার খাচ্ছিলো। সে অবশ্যই বায়ো বাবলের কোনো নিয়ম ভাঙেনি। সে যখন অবস্থা বুঝতে পেরেছে, তখনই সে নিজেকে সরিয়ে নিয়েছে, আইসোলেশন করেছে। পিসিআর টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসে। আশা করা যায় সে মেলবোর্নে পরের ম্যাচে খেলবে।'


কামিন্স না খেলায় অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন মাইকেল নেসার। ইনজুরির কারণে আরেক পেসার জস হ্যাজেলউড না খেলায় তার জায়গায় খেলছেন ঝাই রিচার্ডসন।


২০১৮ সালের কেপটাউন টেস্টের পর আবারও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। চলমান ম্যাচে তার ডেপুটি ট্রাভিস হেড। শেষ খবর পাওয়া পর্যন্ত, টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১.৪ ওভারে এক উইকেটে ১৫ রান।


 


 


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball