ক্রিকেট অস্ট্রেলিয়া

৬৬ খুদে বার্তা ও ১৮ ফোন কলের কারণে গ্রেপ্তার স্ল্যাটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:27 বুধবার, 15 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাপ্রেহেন্ডেড ভায়োলেন্স অর্ডার (এভিও) লঙ্ঘনের অভিযোগে মাইকেল স্ল্যাটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার স্থানীয় সময় সকালে নিউ সাউথ ওয়েলস থেকে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্ল্যাটারের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ ছিল পুলিশের কাছে। গত অক্টোবরে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। এদিকে এবার গ্রেপ্তার করার পর আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, মঙ্গলবার সন্ধ্যায় আড়াই ঘণ্টায় অভিযোগকারীকে ৬৬ খুদে বার্তা ও ১৮ বার ফোন করেছিলেন স্ল্যাটার। 

আইনজীবীর দাবি, খুদে বার্তাগুলো হয়রানি এবং আক্রমণাত্বক। জানা গেছে অভিযোগকারী তাঁর বান্ধবী। এদিকে স্ল্যাটারের আইনজীবী জেমস ম্যাকলোফলিনের দাবি, যিনি একবার নিয়ম লঙ্ঘন করেছেন তাকে এটা বলা অন্যায্য। ম্যাকলোফলিন জানিয়েছেন, মদ্যপান রোধে তাকে হেফাজতে রাখা যেতে পারে। 

জামিন দিতে রাজি হলেও স্ল্যাটারকে শর্ত জুড়ে দিয়েছেন বিচারক মিচেল গুডউইন। জামিন দেয়ার পর তাঁকে ঘরবন্দী থাকতে হবে এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে কতৃপক্ষকে অবগত করতে হবে। আদালতের বিধি নিষেধ ভঙ করলে আবারও গ্রেপ্তার করা হবে স্ল্যাটারকে। 

অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের জামিন ইস্যুতে গুডউইন বলেন, ‘আমি জামিন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এটি খুব কঠোর জামিন হবে। সে নিয়ম লঙ্ঘন করে তাহলে তাকে আবারও হেফাজতে নেয়া হবে। এতে কোনো সন্দেহ নেই।’

১৯৯৩ সালে অভিষেক হওয়া স্ল্যাটার দেশের জার্সিতে খেলেছেন ২০০১ সাল পর্যন্ত। যেখানে অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্টের সঙ্গে খেলেছেন ৪২ ওয়ানডে। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন স্ল্যাটার।