promotional_ad

বিপিএলে সাকিব-সুজনকে পেতে কথা এগিয়ে রেখেছে বরিশাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর মাঠে গড়িয়েছিল ২০১৯ সালে। করোনা পরিস্থিতির কারণে এরপর আর আয়োজন করা সম্ভব হয়নি বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।


যদিও গত বছর সীমিত পরিসরে আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সেবার বরিশালের ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছিল ফরচুন গ্রুপ। এবারও তারা বরিশালের ফ্র্যাঞ্চাইজির জন্য লড়ছে।


promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এখনও তারা চূড়ান্ত অনুমোদন পাননি। এবারের আসরকে সামনে রেখে ড্রাফটের বাইরে একজন তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।


সেই সুযোগ কাজে লাগিয়েই সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই সঙ্গে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও সাবেক টিম ম্যানেজার সাব্বির খানের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত করে রেখেছে তারা।


বিসিবির সঙ্গে আলোচনা শেষে এই বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। বিসিবির কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই তারা এই বিষয়ে বিস্তারিত জানাবেন।


মিজানুর রহমান বলেন, 'সাকিবের বিষয়টি আসলে আমরা যেহেতু একজন প্লেয়ার নিতে পারবো। তার সঙ্গে কথা হয়েছে। সুজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সাব্বির ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। মোটামোটি নিশ্চিত করে রেখেছি। যখন আমরা কাগজ পাবো। আমরা অফিসিয়ালি নিশ্চিত করবো।'


সবকিছু ঠিক থাকলে আগামী ২০শে জানুয়ারি মাঠে গড়াবে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। কিছুদিন আগেই ৮টি প্রতিষ্ঠান বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছিল। সেখান থেকেই ৬ দল নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball