promotional_ad

ইংল্যান্ডের পারফরম্যান্সে অবাক হননি ভন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পন করেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে তারা ৯ উইকেটের ব্যবধানে হেরেছে স্বাগতিকদের কাছে। যদিও ইংলিশদের এমন পারফরম্যান্সে মোটেই অবাক হননি মাইকেল ভন।


সাবেক এই ইংলিশ তারকা জানিয়েছেন, প্রত্যাশার চাপে ইংল্যান্ড দলের এমন অবস্থা হয়েছে। তিনি আগে থেকেই এটা অনুমান করেছিলেন। গতবার ইংল্যান্ডের মাটিতে ২-২ ব্যবধানে অ্যাশেজ সিরিজ ড্র হয়েছিল। এর ফলে অ্যাশেজ ট্রফি ধরে রেখেছিল অজিরা।


promotional_ad

এর আগে ২০১৭-১৮ মৌসুমে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। গত প্রায় চার বছর ধরেই অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়ার হাতে। সেই ট্রফি পুনরুদ্ধার করতে বাড়তি চাপ তৈরি হয়েছে জো রুটের দলের ওপর।  সেই চাপই কাল হয়েছে।


ভন বলেন, 'আমি ভেবেছিলাম এটা হতে পারে। যখন প্রত্যাশার চাপ থাকবে তখন ইংল্যান্ড দলের সঙ্গে এটা হবেই। আপনি কিছু জানার আগেই সব শেষ করে দিয়েছেন। এই সপ্তাহে যা হয়েছে এগুলো আমাকে অবাক করেনি।'


বড় বড় দলগুলোর বিপক্ষে ইংল্যান্ড বরাবরই এমন করে থাকে বলেও মনে করেন ভন। তার ভাষ্য, 'আপনি আশা করবেন যে এই দল ভিন্ন কিছু করে দেখাবে সঠিকভাবে কারণ তাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে কিন্তু বড় দলের বিপক্ষে খেললে ইংল্যান্ড এমনটাই করে থাকে।'


২০১৯ অ্যাশেজের উদাহরণ টেনে ভন বলেন, 'আপনি যদি গত কয়েক বছরের দিকে তাকান তারা অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের মতো ভালো দলের বিপক্ষে খেলেছে। এই গ্রীষ্মে যা হয়েছে আমরা এর ফলফল পেয়েছি মাত্র। এরকমই হয়েছে  ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়ানক একটি মৌসুম কাটিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball