ভারত-নিউজিল্যান্ড সিরিজ

কোয়ারেন্টাইনেও ফিট থাকার চেষ্টায় মিরাজরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:04 শনিবার, 11 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়া সিরিজ থেকেই টানা ব্যস্ত সূচি বাংলাদেশ দলের। একের পর এক সিরিজ ও টুর্নামেন্ট খেলার কারণে পর্যাপ্ত বিশ্রামেরই সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ যেদিন শেষ হয়েছে সেদিনই নিউজিল্যান্ডের বিমান ধরেছে মুমিনুল হকের দল। সেখানে পৌঁছেই কোয়ারেন্টাইনে যেতে হয়েছে সবাইকে।

টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, কোয়ারেন্টাইনের কারণে রুম থেকে বের হতে না পারলেও নিজেদের ফিট রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন তারা। এরই মধ্যে আগামীকাল থেকেই তারা থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করবেন।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, 'লম্বা ফ্লাইটের পর গতকাল আমরা নিউজিল্যান্ডে পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। এখানে তিনদিন কঠোর কোয়ারেন্টাইন পালন করছি। রুমের ভেতরে থেকেই সবকিছু করতে হবে। খাওয়া-দাওয়া রুমের ভেতরেই দিয়ে দেওয়া হয়।'

'কালকে থেকে হয়তো আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবো। রুমের ভেতর বাইক আছে, থেরাব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো দিয়েই আমরা রুমের ভেতর কিছু এক্সারসাইজ করবো।'

তিন দিন কোয়ারেন্টাইনের পরই ক্রিকেটাররা সীমিত পরিসরে বাইরে বের হতে পারবেন বলে জানালেন মিরাজ। তার ভাষ্য, 'তিন দিন পরে থেকে আমাদের হয়তো বাইরে যেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেওয়া হবে। তারপরে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিজ আছে, তা আমাদের টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে।'