promotional_ad

আগামী তিনমাস তাদের বিরক্ত করব না: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট যেন কালো মেঘে ঢাকা। তরুণ ক্রিকেটাররা যেমন নিজেদের প্রমাণ করতে পারছেন না, তেমনি অফফর্মে আছেন অভিজ্ঞ ক্রিকেটাররাও। এর ফলে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে দল। ক্রিকেটারদের ছাপিয়ে এই ব্যর্থতার দায় নিতে হয় টিম ম্যানেজমেন্টকেও।


বিশেষ করে দল নির্বাচন নিয়ে লম্বা সময় ধরে জল ঘোলা হচ্ছে। সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুই সংস্করণের ক্রিকেটেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যেখানে ক্রিকেটারদের পাশাপাশি সমালোচিত হয়েছে টিম ম্যানেজমেন্টও। এমন বাজে অবস্থা থেকে ঘুরে দাড়াতে বিসিবির কাছে তিন মাসের সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই আগামী তিন মাস তাদের কোনো বিরক্ত করবেন না নাজমুল হাসান পাপন।


promotional_ad

পাপন বলেন, 'এই অভিজ্ঞতা হওয়ার জন্যেও তো একটা সময় দেবেন। দলের সেট আপের জন্যেও তো সময় দেবেন। নিউজিল্যান্ডে গিয়ে ওরা কী করবে কাকে নামাবে আমি জানি না। একটা সময় ওরা চেয়েছে.. তিন মাস। এই তিন মাস আমি ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি দেখতে চায়, এক্সপেরিমেন্ট করতে চায়.. এতদিন তো সময় দেইনি। এখন দিচ্ছি।'


টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ব্যর্থ ছিল বাংলাদেশ। যেখানে দলে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞরা। তাদের মধ্যে এক সাকিব ছাড়া সবাই ছিলেন বিবর্ণ। তবে এতে হতাশ হচ্ছেন না পাপন। তার বিশ্বাস শীঘ্রই ফর্মে ফিরবে দল।


পাপন বলেন, 'মুশফিক, সাকিব, রিয়াদের মতো ক্রিকেটাররা পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার, তারও পারফরম্যান্স নেই। ওরা তো পারফর্ম করেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাই করেছে এবং ওরাই করবে। আর ওরা না করলে নতুনরা করবে। এখানে এতো দ্রুত হতাশ হওয়ার কিছু নেই।'


বিসিবি সভাপতি আরও বলেন, 'কোভিডের আগমুহূর্তে আমি বলেছিলাম যে একটা বছর একটু খারাপ যাবে। চিন্তা করে দেখেন.. এই একটা বছর কিন্তু খুব খারাপ গেছে। কারণ আগে আমরা দেশে খেলতাম, দেশে জিততাম। এখন আমরা বাইরে যাবো। আগে যাদের সাথে আমাদের খেলা কম হতো এখন শুধু তাদের সাথে খেলা। তারা কঠিন কঠিন প্রতিপক্ষ।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball