promotional_ad

ভারত-পাকিস্তান সিরিজ চান ইমাদ ওয়াসিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় এক দশক আগে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ দেখেছিল ক্রিকেট বিশ্ব। এরপর রাজনৈতিক সম্পর্কের অবনতির ফলে আইসিসির টুর্নামেন্ট ছাড়া দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায়না।


যদিও পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম মনে করেন এই দুই দলের সিরিজ হওয়া প্রয়োজন নিয়মিত। প্রত্যেকেই চায় সেরা দলগুলোর বিপক্ষে খেলতে। তাই ভারত-পাকিস্তান সিরিজ নিয়মিত হোক সেটাই চাওয়া তার।


promotional_ad

ইমাদ বলেন, 'খেলোয়াড় হিসেবে সবাই সর্বোচ্চ পর্যায় ও সেরা দলগুলোর বিপক্ষে সবসময় লড়তে চাইবে। তাই এমন ম্যাচ আমাদের কাছে খুবই স্পেশাল। আমি মনে করি, দুটি বিশ্বমানের দল হওয়ায় ভারত ও পাকিস্তানের একে অপরের সঙ্গে নিয়মিত খেলা উচিত।'


সর্বশেষ ২০১৩ সালে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। সেই সফরে দুই দল দুটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ  খেলেছিল। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছে আরও আগে ২০০৭ সালে।


গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দেখা গেছে ভারত-পাকিস্তান লড়াই। সেই লড়াইয়ে ভারতকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদেরই একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ইমাদ মনে করেন দুই দেশের শত্রুতা একমাত্র মেটাতে পারে ক্রিকেট।


তার ভাষ্য, 'আমি এটাও জানি যে রাজনৈতিক কারণেই সেটা সম্ভব হচ্ছে না। এখন আর দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, এটা দুঃখজনক। কারণ ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মধ্যকার সমস্যা মিটতে পারে। আমি মনে করি, আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত। এটা শুধু ক্রিকেট খেলার জন্যই ভালো হবে না, উভয় দেশের জন্য এবং মানবতার জন্যও দারুণ হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball