Connect with us

অ্যাশেজ সিরিজ

গ্যাবায় প্রযুক্তিগত ত্রুটি ছাপিয়ে গেল হেডের আগ্রাসী সেঞ্চুরি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গ্যাবা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ১৪টি নো বল করেন বেন স্টোকস। তার মধ্যে কেবল মাত্র দুটি নো বল চোখে পড়েছে আম্পায়ারের! বাকি ১২টিতে নো বলের সিগন্যালই দেননি তিনি। ঘটনার বিশ্লেষণে গিয়ে জানা যায়, চলতি টেস্টের নো বল শনাক্তকরণ প্রযুক্তিটিতেই নাকি সমস্যা! আর তাই এর পূর্ণ সুবিধা নেয়া যায়নি। এই প্রযুক্তিগত ত্রুটির দিনে মাত্র ৮৫ বলে সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া দলকে লিড এনে দিয়েছেন ১৯৬ রানের। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাত উইকেটে ৩৪৩ রান।

দিন শেষে ১১২ রানে অপরাজিত আছেন হেড। ১০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ইনিংসের শুরুর দিকেই সাজঘরে ফেরত যান ওপেনার মার্কাস হ্যারিস। ব্যক্তিগত ৩ রানে ফিরে যান তিনি।

এরপর ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১৫৬ রানের জুটি গড়েন মারনাস ল্যাবুশেন। ব্যক্তিগত ৭৪ রানে জ্যাক লিচের বলে ফিরে যান ল্যাবুশেন। স্টিভ স্মিথও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি। স্মিথ ফেরার তিন ওভারের মধ্যে ফিরে যান ওয়ার্নারও।

ভাগ্য সায় দেয়নি ওয়ার্নারকে। তিনবার জীবন পেয়েও সেঞ্চুরি পাননি তিনি। ৯৪ রানে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। ওয়ার্নারকে ফেরানোর পরের বলেই ক্যামেরন গ্রিনকে ফেরান ওলি রবিনসন।



এরপর অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্সরা সঙ্গ দেন হেডকে। বাজে পরিস্থিতির মাঝেও আগ্রাসী খেলতে থাকেন হেড। ক্যারি ও কামিন্স দুজনই ফিরে যান ১২ রান করে। ইংল্যান্ডের হয়ে রবিনসন তিনটি উইকেট নেন।

দ্বিতীয় দিনের এক পর্যায়ে একটানা চারটি নো বল করেন বেন স্টোকস। চার নম্বর 'নো বল'-এ ডেভিড ওয়ার্নার বোল্ড হয়ে গেলে ভিডিও রিপ্লে দেখে আগের নো বলগুলো নিয়ে টনক নড়ে সবার! এরপর প্রথম সেশন শেষে জানা যায়, স্টোকস মোট ১৪টি নো বল করেন, যার মধ্যে আম্পায়ার মাত্র দুটিতে সিগন্যাল দেন!

এ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা এরই মাঝে প্রযুক্তিগত ত্রুটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ড ১৪৭ রানে অলআউট হওয়ার পর বৃষ্টির কারণে আর মাঠে নামেনি অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ১৪৭/১০ (৫০.১ ওভার)
(বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮, স্টার্ক ২/৩৫, হ্যাজেলউড ২/৪২)

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৩৪৩/৭ (৮৪ ওভার)
(হেড ১১২*, ওয়ার্নার ৯৪, ল্যাবুশেন ৭৪; রবিনসন ৩/৪৮)

সর্বশেষ

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ডুরান্ট

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

চন্দরপলের দুর্দান্ত ব্যাটিং, বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এসিসি

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ বিশ্বকাপ জেতার জন্যই খেলবে: পোথাস

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক ল্যান্স ক্লুজনার

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন ধোনির

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ২ ম্যাচে নেই রশিদ

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

স্টোকসকে অ্যাশেজের জন্য ফিট বানিয়েছে চেন্নাইয়ের মেডিক্যাল টিম

৩১ মে, বুধবার, ২০২৩

নারী দলের নির্বাচক কমিটিতে শিপন-সজল, স্পিন কোচ দিনুকা

আর্কাইভ

বিজ্ঞাপন