promotional_ad

গ্যাবায় প্রযুক্তিগত ত্রুটি ছাপিয়ে গেল হেডের আগ্রাসী সেঞ্চুরি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গ্যাবা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ১৪টি নো বল করেন বেন স্টোকস। তার মধ্যে কেবল মাত্র দুটি নো বল চোখে পড়েছে আম্পায়ারের! বাকি ১২টিতে নো বলের সিগন্যালই দেননি তিনি। ঘটনার বিশ্লেষণে গিয়ে জানা যায়, চলতি টেস্টের নো বল শনাক্তকরণ প্রযুক্তিটিতেই নাকি সমস্যা! আর তাই এর পূর্ণ সুবিধা নেয়া যায়নি। এই প্রযুক্তিগত ত্রুটির দিনে মাত্র ৮৫ বলে সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া দলকে লিড এনে দিয়েছেন ১৯৬ রানের। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাত উইকেটে ৩৪৩ রান।


দিন শেষে ১১২ রানে অপরাজিত আছেন হেড। ১০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ইনিংসের শুরুর দিকেই সাজঘরে ফেরত যান ওপেনার মার্কাস হ্যারিস। ব্যক্তিগত ৩ রানে ফিরে যান তিনি।


এরপর ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১৫৬ রানের জুটি গড়েন মারনাস ল্যাবুশেন। ব্যক্তিগত ৭৪ রানে জ্যাক লিচের বলে ফিরে যান ল্যাবুশেন। স্টিভ স্মিথও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি। স্মিথ ফেরার তিন ওভারের মধ্যে ফিরে যান ওয়ার্নারও।


ভাগ্য সায় দেয়নি ওয়ার্নারকে। তিনবার জীবন পেয়েও সেঞ্চুরি পাননি তিনি। ৯৪ রানে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। ওয়ার্নারকে ফেরানোর পরের বলেই ক্যামেরন গ্রিনকে ফেরান ওলি রবিনসন।


promotional_ad

এরপর অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্সরা সঙ্গ দেন হেডকে। বাজে পরিস্থিতির মাঝেও আগ্রাসী খেলতে থাকেন হেড। ক্যারি ও কামিন্স দুজনই ফিরে যান ১২ রান করে। ইংল্যান্ডের হয়ে রবিনসন তিনটি উইকেট নেন।


দ্বিতীয় দিনের এক পর্যায়ে একটানা চারটি নো বল করেন বেন স্টোকস। চার নম্বর 'নো বল'-এ ডেভিড ওয়ার্নার বোল্ড হয়ে গেলে ভিডিও রিপ্লে দেখে আগের নো বলগুলো নিয়ে টনক নড়ে সবার! এরপর প্রথম সেশন শেষে জানা যায়, স্টোকস মোট ১৪টি নো বল করেন, যার মধ্যে আম্পায়ার মাত্র দুটিতে সিগন্যাল দেন!


এ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা এরই মাঝে প্রযুক্তিগত ত্রুটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।


ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ড ১৪৭ রানে অলআউট হওয়ার পর বৃষ্টির কারণে আর মাঠে নামেনি অস্ট্রেলিয়া।


সংক্ষিপ্ত স্কোর-


ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ১৪৭/১০ (৫০.১ ওভার)
(বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮, স্টার্ক ২/৩৫, হ্যাজেলউড ২/৪২)


অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৩৪৩/৭ (৮৪ ওভার)
(হেড ১১২*, ওয়ার্নার ৯৪, ল্যাবুশেন ৭৪; রবিনসন ৩/৪৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball