promotional_ad

শুরুতে দুই-তিন উইকেট হারালে ম্যাচে ফেরা কঠিন: মুমিনুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টপ অর্ডার যেন তাসের ঘর। একাধিক পরিবর্তন এনেও এই সমস্??ার সমাধান খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ঢাকা টেস্টে অভিষিক্ত মাহমুদুল হাসান জয় থেকে অভিজ্ঞ মুমিনুল হক সবাই ছিলেন ব্যর্থদের দলে। 


ম্যাচে প্রায় দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৮ রানের ব্যবধানে। ম্যাচ শেষে তাই টেস্ট হারের দায় টপ অর্ডারকেই দিলেন মুমিনুল। ইনিংসের শুরুতেই দুই-তিন উইকেট হারিয়ে ফেললে ম্যাচে ফেরা কঠিন এমনটাই ধারণা বাংলাদেশ অধিনায়কের।


promotional_ad

প্রথম ইনিংসে ৩১ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয়েছে ৮৭ রানে। আর দ্বিতীয় ইনিংসে ২৫ রান তুলতেই প্রথম সারির চার ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ।


মুমিনুল বলেন, 'প্রথম ইনিংসের চেয়ে আজকে আমদের ভালো করার সুযোগ ছিল। আমাদের কিছু ইতিবাচক পারফরম্যান্স রয়েছে। সাকিব, লিটন ও মুশফিক ভালো করেছে। কিন্তু আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। আপনি যদি তিন ফরম্যাটের ক্রিকেটের কথা চিন্তা করেন। আপনি যদি শুরুতে দুই-তিন উইকেট হারিয়ে ফেলেন তবে খেলায় ফিরে আসা খুব কঠিন।'


পাকিস্তানের বিপক্ষে দল হিসেবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে এ টেস্টেও নিজের ব্যাটিং ফর্ম ধরে রেখেছিলেন লিটন দাশ। আর বল হাতে দুই টেস্টেই দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। তাই ম্যাচ শেষে তাদের প্রশংসা শোনা গেছে মুমিনুলের কণ্ঠে।


মুমিনুল বলেন, 'এক, দুই, তিন এবং চার নম্বরে আমাদের অনেক কাজ করতে হবে। লিটন চট্টগ্রামে এবং এখানে খুব ভালো খেলেছে। আশা করি সে এই ফর্ম ধরে রাখতে পারবে। তাইজুল দারুণ বল করেছে চট্টগ্রামে এবং এখানে। আমি আশাবাদী সে এর ধারাবাহিকতা ধরে রাখবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball