promotional_ad

চার হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে সবচেয়ে দ্রুত সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেটে চার হাজার রান ও কমপক্ষে দুইশ উইকেট পাওয়া সবচেয়ে দ্রুততম ক্রিকেটার এখন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে এই মাইলফলক অর্জন করেছেন সাকিব। টেস্টে আগেই দুইশ উইকেটের মাইলফলক পেরিয়েছিলেন সাকিব। তার মোট উইকেট সংখ্যা ২১৫ টি।


এই টেস্টের আগে সাকিবের দরকার ছিল মাত্র ৬৭ রানের। সেটাও এই ম্যাচে হয়ে গেল। অলরাউন্ডারদের বর্ণীল এই রেকর্ডের শীর্ষে পৌঁছাতে সাকিবের লেগেছে মাত্র ৫৯টি ম্যাচ। ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম এই রেকর্ড গড়েন মাত্র ৬৯ ম্যাচে।


promotional_ad

তালিকার তিন নম্বরে আছেন স্যার গ্যারি সোবার্স। ক্যারিবিয়ান এই কিংবদন্তি এই রেকর্ড গড়েন মাত্র ৮০ ম্যাচ খেলে। সংক্ষিপ্ত এই তালিকার বাকি সদস্যরা হলেন কপিল দেব, ড্যানিয়েল ভেটরি ও জ্যাক ক্যালিস।


টেস্টে চার হাজার রান ও দুইশ উইকেট পেতে ভারতের কিংবদন্তি কপিলের লেগেছিল ৯৭ ম্যাচ। এই রেকর্ডে নাম লেখাতে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেটরির দরকার হয়েছিল ১০১ ম্যাচ। ভেটরির চাইতে এক ম্যাচ বেশি খেলে এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন প্রোটিয়া কিংবদন্তি ক্যালিস।


চলমান এই টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তান করেছে চার উইকেটে ৩০০ রান। এরপর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছে। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব ফিরেছেন ৬৩ রান করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball