promotional_ad

৩ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে কোলপাকে যাওয়া অলিভিয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ২১ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন ডিন এলগার। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের অসাধারণ নেতৃত্ব দেয়া টেম্বা বাভুমা এই সিরিজে সহ-অধিনায়কত্ব করবেন। এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ডুয়ান অলিভিয়ার।


শেষবার ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রোটিয়াদের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। মাঝে কোলপাক চুক্তির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার। ঘরোয়াতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এই সিরিজে দলে ফিরলেন তিনি।


promotional_ad

চলতি বছরের জুনে শেষবারের মতো টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল তারা। সেই সিরিজের পর এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলতে নামবে তারা।


এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বলেছে, ''জাতীয় নির্বাচক প্যানেল এই সিরিজ উপলক্ষে শক্তিশালী একটি দল ঘোষণা করেছে। যারা এই জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। এর সঙ্গে তিনজন ক্রিকেটারকে সংযুক্ত করা হয়েছে।'


সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। যদিও ১৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল টেস্ট ম্যাচটির। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার লাভের কারণে এই সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। কেপটাউনে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ১১ জানুয়ারি।


দক্ষিণ আফ্রিকা দল: ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাগিসো রাবাদা, সারেল এরয়ে, বেউরান হেন্ডরিক্স, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, অ্যাইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, আনরিখ নরকিয়া, কিগান পিটারসন, র‍্যাসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরিনি, মার্কো জানসেন, গ্লেনটন স্টুরম্যান, প্রেনিলাম সুবরায়েন, সিসান্দা মাগালা, রায়ান রিকেল্টন ও ডুয়ান অলিভিয়ার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball