Connect with us

ভারত-নিউজিল্যান্ড সিরিজ

সিরাজ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার: লক্ষ্মণ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের টেস্ট দলে নিয়মিত সুযোগ মেলে না মোহাম্মদ সিরাজের। তবে ক্যারিয়ারে যে কয়বার সুযোগ পেয়েছেন তা দুহাত ভরে কাজে লাগিয়েছেন ডানহাতি এই পেসার। নিউজিল্যান্ড সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার বিশ্রামে থাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে সুযোগ পান তিনি। 

মুম্বাইয়ের ফ্ল্যাট উইকেটে পেসারদের জন্য কিছুই ছিল না। এমন কন্ডিশনেও মাত্র ৯ ওভার বোলিং করে শিকার করেছেন তিন উইকেট। তার এমন দুর্দান্ত পারফর্ম্যান্সে মুগ্ধ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান কোচের চোখে তিনি ভারতের বড় সম্পদ।

লক্ষ্মণ বলেন, 'এই উইকেটে সে যেভাবে বোলিং করেছে এটা তার বোলিংয়ের সঙ্গে মানানসই। সে ধারাবাহিকভাবে লেন্থ বোলিং ও সিমে বোলিং করে গেছে। সে ভারতের বড় সম্পদ। এমনকি সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার।'

তিনি আরও বলেন, 'লাথামের মতো গুরুত্বপূর্ণ উইকেট নেয়ার জন্য সিরাজ যেভাবে শর্ট পিচ ডেলিভারির পরিকল্পনা করেছিল, সেটা অসাধারণ ছিল। আমি তার শক্তি আর গভীরতা উপভোগ করি। সে যখন ক্রিজের দিকে ছুটে আসে, বোঝা যায় ও কতটা আত্মবিশ্বাসী।'



গত বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ চলাকালে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়লে সুযোগ মেলে সিরাজের। সেই সিরিজে সুযোগ পেয়ে বাজিমাত করেছিলেন এই ডানহাতি পেসার। ইংলিশদের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স ছিল তার।

লক্ষ্মণ বলেন, 'একজন টেস্ট বোলার হিসেবে সে সত্যিই উন্নতি করছে। বুমরাহ, শামি এবং ইশান্ত যখন অস্ট্রেলিয়ায় ছিল না, তখন সে দারুণ পারফর্ম করেছিল তা আমরা দেখেছি। ইংল্যান্ডের ভালো ব্যাটিংয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সে অভাব বোধ করতে দেয়নি।'

 

সর্বশেষ

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ডুরান্ট

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

চন্দরপলের দুর্দান্ত ব্যাটিং, বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এসিসি

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ বিশ্বকাপ জেতার জন্যই খেলবে: পোথাস

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক ল্যান্স ক্লুজনার

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন ধোনির

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ২ ম্যাচে নেই রশিদ

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

স্টোকসকে অ্যাশেজের জন্য ফিট বানিয়েছে চেন্নাইয়ের মেডিক্যাল টিম

৩১ মে, বুধবার, ২০২৩

নারী দলের নির্বাচক কমিটিতে শিপন-সজল, স্পিন কোচ দিনুকা

আর্কাইভ

বিজ্ঞাপন