Connect with us

ভারত-নিউজিল্যান্ড সিরিজ

গ্রাউন্ডসম্যানদের ৩৫ হাজার রুপি অনুদান দিলেন কোহলিরা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩৭২ রানের বিশাল জয় পেয়েছে ভারত। বিরাট কোহলিদের প্রত্যাশামতো উইকেট বানানোয় এই স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের ৩৫ হাজার রুপি অনুদান দিয়েছে ভারতীয় দল।

মুম্বাই টেস্ট পঞ্চম দিনে গড়ালেও চতুর্থ দিনেই জয়ের পথ তৈরি করে রেখেছিল ভারত। শেষ দিনের সকালে বাকি কাজটা সরেন ভারতীয় স্পিনাররা। শেষ টেস্টে ৩৭২ রানের বিশাল জয়ে কিউইদের বিপক্ষে ১-০ তে সিরিজ জিতেছে কোহলির দল।

মুম্বাইয়ের উইকেটে বোলার-ব্যাটার কারও জন্যই বাড়তি কিছু ছিল না। তবে চতুর্থ ও পঞ্চম দিনে স্পিনাররা বাড়তি টার্ন পাবেন এটা অনেকটা অনুমেয়ই ছিল এবং তাই হয়েছে। শেষ পর্যন্ত ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। টেস্ট ম্যাচ উপযোগী এমন উইকেট বানানোর জন্যই ওয়াংখেড়ের গ্রাউন্ডসম্যানরা অনুদান পেয়েছেন। 

এর আগে সিরিজের প্রথম টেস্টও শেষ দিনে গড়িয়েছিল। যদিও ভারতের মাটিতে টেস্টে শেষ দিনের রোমাঞ্চ খুব কমই দেখা যায়। প্রথম টেস্টের ফল ড্র হলেও ম্যাচে নাটকীয়তা ছিল অনেক। ম্যাচের ফলাফলের জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ভক্ত-সমর্থকদের।

কানপুর টেস্টে ড্র করে ভারত নিশ্চয়ই তৃপ্তির ঢেকুর তুলতে পারেনি। তবে কানপুরের উইকেটে ঠিকই মুগ্ধ হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে প্রধান কোচ রাহুল দ্রাবিড়। গ্রিন পার্কের স্পোর্টিং উইকেটে মুগ্ধ হয়ে গ্রাউন্ডসম্যানদের ৩৫ হাজার ভারতীয় রুপি অনুদান দিয়েছিলেন ভারতের প্রধান কোচ। 

প্রথম টেস্ট শেষে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়েছিল। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, 'আনুষ্ঠানিকভাবে জানাতে চাই, রাহুল দ্রাবিড় আমাদের গ্রাউন্ডসম্যানদের ব্যক্তিগতভাবে ৩৫ হাজার রুপি দিয়েছেন।'

সর্বশেষ

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সড়ক দুর্ঘটনায় পরপারে ‘স্লো ফিঙ্গার অব ডেথ’ খ্যাত ‍কোয়ের্তজেন

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

প্রয়োজনের ওপেনিংয়ে ব্যাটিং করতে চান শাদাব

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

বাউন্ডারি যেমন ই হোক, রাসেল-পোলার্ডের জন্য বড় নয়: মরগান

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

আমিরাত লিগের ড্রাফটে লিন, নতুন সংকটে অস্ট্রেলিয়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সিরিজ হারের পর বাংলাদেশের জরিমানা

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ঝড়ো ইনিংসে ৬০০তম ম্যাচ রাঙালেন পোলার্ড

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

'অতি উত্তেজনার কারণে ভারতের বিপক্ষে বড় মঞ্চে হারে পাকিস্তান'

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

কেন্টের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে স্টিভেন্সের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

নেপালের হেড কোচের দায়িত্বে মনোজ প্রভাকর

আর্কাইভ

বিজ্ঞাপন