promotional_ad

তিন সংস্করণেই জয়ের একমাত্র হাফ সেঞ্চুরি কোহলির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটেই ম্যাচ জয়ের হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এই রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক।


ওয়ানডের পর ভারতের জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে আগেই জয়ের হাফ সেঞ্চুরি করে রেখেছিলেন কোহলি। সোমবার (৬ ডিসেম্বর) মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোশাকের ক্রিকেটেও ম্যাচ জয়ের পঞ্চাশ পূর্ণ করেছেন তিনি।


promotional_ad

ম্যাচের পর কোহলিকে অভিনন্দন জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টুইটে বিসিসিআই লিখেছে, ‘অভিনন্দন, বিরাট কোহলি, আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই ৫০ জয় পাওয়া প্রথম খেলোয়াড়।'


মুম্বাই টেস্ট যে ভারত জিততে চলেছে তার আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। দুই দিনের বেশি সময় হাতে নিয়ে নিউজিল্যান্ডকে ৫৪০ রানের টার্গেট দিয়েছিল ভারত। কিউইদের জন্য এটা প্রায় অসম্ভব ব্যাপারই ছিল। শেষ পর্যন্ত তারা হেরেছে ৩৭২ রানের বিশাল ব্যবধানে।


টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জার্সিতে ৯৫ টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে তিনি প্রায় ৫২ গড়ে করেছেন ৩ হাজার ২২৭ রান। তার খেলা ৯৫ ম্যাচের ৫৯টি তে জয় পেয়েছে ভারত।


ভারতের হয়ে ওয়ানডেতে ২৫৪ টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ভারত জয় পেয়েছে ১৫৩ ম্যাচে। আর সাদা পোশাকের ক্রিকেটে এখনও পর্যন্ত ৯৭টি টেস্ট খেলেছেন ভারত অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball