Connect with us

সাকিবের ছুটি

সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

দল ঘোষণার পর আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই অলরাউন্ডারের সেই ছুটি মঞ্জুর করেছে।

এই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, পারিবারিক কারণে এই ছুটি চেয়েছিলেন সাকিব।


পাপন বলেন, ‘ব্যাপারটা হচ্ছে যার বিশ্রামের প্রয়োজন তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। সাকিবের ব্যাপারটা কিন্তু আলাদা, ও তো আর ইনজুরিতে নেই কিংবা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে পারিবারিক কারণে। কাজেই জিনিসটা কিন্তু এক না, এটা বিশ্রাম না। অবশ্যই সে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এটাতে তো কোন সন্দেহ নেই।’


এর পরে কেউ ছুটি চাইলে আগাম জানাতে হবে বলেও জানিয়ে দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমরা যে জিনিসটা বলে আসছি যে, কেউ যদি খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে। আমরা যে জিনিসটার ওপর জোর দিয়েছি সেটা হলো আগাম জানাতে হবে। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।’

কিউইদের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। সেই সফরে ৭ দিনের কোয়ারেন্টাইনের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

সাকিবের ছুটির ঘটনা এবারই প্রথম নয়। গত মার্চে নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি নিয়েছিলেন সাকিব। এরপর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও খেলেননি তিনি।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন