Connect with us

সাকিবের ছুটি

সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

দল ঘোষণার পর আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই অলরাউন্ডারের সেই ছুটি মঞ্জুর করেছে।

এই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, পারিবারিক কারণে এই ছুটি চেয়েছিলেন সাকিব।

পাপন বলেন, ‘ব্যাপারটা হচ্ছে যার বিশ্রামের প্রয়োজন তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। সাকিবের ব্যাপারটা কিন্তু আলাদা, ও তো আর ইনজুরিতে নেই কিংবা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে পারিবারিক কারণে। কাজেই জিনিসটা কিন্তু এক না, এটা বিশ্রাম না। অবশ্যই সে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এটাতে তো কোন সন্দেহ নেই।’

এর পরে কেউ ছুটি চাইলে আগাম জানাতে হবে বলেও জানিয়ে দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমরা যে জিনিসটা বলে আসছি যে, কেউ যদি খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে। আমরা যে জিনিসটার ওপর জোর দিয়েছি সেটা হলো আগাম জানাতে হবে। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।’

কিউইদের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। সেই সফরে ৭ দিনের কোয়ারেন্টাইনের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

সাকিবের ছুটির ঘটনা এবারই প্রথম নয়। গত মার্চে নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি নিয়েছিলেন সাকিব। এরপর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও খেলেননি তিনি।

সর্বশেষ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আল্লু অর্জুনের অনুপ্রেরণায় চ্যালেঞ্জ নিয়ে সফল অপু

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল দেখে ভেঙ্কটেসকে ওয়ানডে দলে নেয়ায় চটেছেন গম্ভীর

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফিতে খুশি হলেও দলীয় পারফরম্যান্সে অখুশি মাহমুদউল্লাহ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফির প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক অপু, সিলেটের জয়

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মুশফিক দ্রুতই রানে ফিরবেন, বিশ্বাস নাফিসের

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

ভারতের অফফর্ম সাময়িক: শাস্ত্রী

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

পান্তকে টেস্ট অধিনায়ক করতে বারণ করছেন ওয়ার্ন

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

লিজেন্ডস ক্রিকেট লিগে রফিকের দুই উইকেট

আর্কাইভ

বিজ্ঞাপন