promotional_ad

ভ্যাকসিন নাও, না হয় ক্রিকেট খেলো না: সিএসএ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট খায়া মাজোলা উইক থেকে নাম সরিয়ে নিয়েছেন একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার। এর প্রধাণ কারণ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিন ছাড়া কোনো ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।


দক্ষিণ আফ্রিকার বাছাই করা বেশ কয়েকটি স্কুলের দল নিয়ে আগামী ১৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ছেলেদের খায়া মাজোলা উইক। আর মেয়েদের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১৬-২০ ডিসেম্বর।


promotional_ad

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এমন সিদ্ধান্ত নিয়ে দেশটিতে সমালোচনা তৈরি হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এ ছাড়া আর কিছুই করার ছিল না তাদের।


সেই কর্মকর্তার ভাষ্যমতে, 'ঠিকভাবে খেলোয়াড়দের ভ্যাকসিন নিতে হবে এবং এ ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন করা হবে না।'


সিএসএর এমন সিদ্ধান্তের পেছনে কারণও রয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত বছর স্কুল ক্রিকেটের এই টুর্নামেন্ট আয়োজনই করতে পারেনি তারা। এবার তাই আঁটঘাট বেধে নেমেছে প্রোটিয়ারা।


ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ইয়ুথ ক্রিকেট ম্যানেজার নেইলস মম্বার্গ জানিয়েছেন, এই টুর্নামেন্টে খেলা সব খেলোয়াড় বায়ো-বাবলে থাকবেন এবং টুর্নামেন্টের আগে দুইবার করে করোনা পরীক্ষা হতে হবে।


প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে বাবা-মা থাকতে পারবেন। এদের প্রত্যেককেই করোনার ভ্যাকসিনেটেড হতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball