পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:50 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে গেছে ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। 

সীমিত ওভারের এই অধিনায়ক না থাকায় পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। আর ওয়ানডেতে নেতৃত্ব দেবেন শাই হোপ।

অভিজ্ঞ অলরাউন্ডার পোলার্ডের বদলি হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে ইতোমধ্যে জায়গা পেয়েছেন ডেভন থমাস। ওয়ানডেতে পোলার্ডের বুদলি হয়েছেন রভম্যান পাওয়েল।

কিছুদিনের মধ্যেই ত্রিনিদাদে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন পোলার্ড। ফিটনেস ফিরে পেলে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন তিনি।

আসন্ন পাকিস্তান সফরে ক্যারিবীয়রা তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে স্বাগতিকদের বিপক্ষে। সবগুলো ম্যাচই আয়োজন করা হবে করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: 

শাই হোপ (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: 

নিকোলাস পুরান (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।