promotional_ad

প্যাটেলের কীর্তির পর ৬২ রানে অল আউট নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম লেকার, অনিল কুম্বলে…  এরপর এক ইনিংসে ১০ উইকেটের কীর্তি গড়লেন এজাজ প্যাটেল। যদিও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬২ রানে অল আউট হয়ে সেই কীর্তির দিনটি উপভোগ্য করতে পারেনি নিউজিল্যান্ড। এরপর ফলোঅনেও পড়তে হয়েছে কিউইদের। 


যদিও তাদের আবারও ব্যাট করতে পাঠায়নি ভারত। স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান করে দিন শেষ করেছে। দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে আছে ৩৩২ রানে। ভারতের হয়ে চেতেশ্বর পূজারা ২৯ ও মায়াঙ্ক আগারওয়াল ৩৮ রান নিয়ে অপরাজিত আছেন।


এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই প্যাটেল ১০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন। এই কিউই স্পিনার নিজের জন্মশহর মুম্বাইয়ে ৪৭.৫ ওভার বোলিংয়ে ১১৯ রানে নেন ১০ উইকেট। ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সেরা বোলিং পরিসংখ্যান। আর নিউজিল্যান্ডের ইতিহাস সেরা হয়ে গেছে প্যাটেলের এই বোলিং।


মুম্বাই টেস্টের আগে মাত্র ১০টি টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল তার। ইনিংসে ৫ উইকেট দুইবার নিলেও এর বেশি নিতে পারেননি একবারও। এমনকি দুই ইনিংস মিলিয়েও ৭ উইকেটের বেশি ছিল না তার দখলে। সেই প্যাটেল এক ইনিংসেই এবার নিলে ১০ উইকেট।


এর আগে ১৯৯৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট নিয়েছিলেন কুম্বলে। আর ১৯৫৬ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইংলিশ অফ স্পিনার জিম লেকার। সেই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৩৭ রানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। তার ৯০ রানে ১৯ উইকেটের রেকর্ডটি এখনও অক্ষত।


promotional_ad

এদিকে, মুম্বাই টেস্টের শুরুর দিন ভারতের ৮০ রানের ওপেনিং জুটির পর দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে কিউইদের ম্যাচে ফিরিয়েছিলেন প্যাটেল। এর মধ্যে ভারতের দুই ব্যাটিং ভরসা বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে শূন্য রানে ফিরিয়েছিলেন তিনি।


এরপর আগের টেস্টের সেঞ্চুরিয়ান শ্রেয়াশ আইয়ারকে আউট করে দিনের খেলা শেষ করছিলেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতে এক ওভারেই ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নেন প্যাটেল। আগের দিন সেঞ্চুরি তুলে নেয়া মায়াঙ্ককে ১৫০ রানে ফেরান তিনি।


এরপরই মূলত ১০ উইকেট নেয়ার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিলেন প্যাটেল। পরের দুই ওভারের মধ্যে অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদবকে আউট করে সেই সম্ভাবনাকে প্রায় বাস্তবে রূপ দেন এই কিউই স্পিনার। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট নেয়ার বোলারের সংখ্যা নেহাতই কম নয়।


প্যাটেল তাদের দলে যোগ হবেন কিনা সেই সম্ভাবনা উঁকি দিলেও মোহাম্মদ সিরাজকে আউট করে সেই লেকার-কুম্বলেদের দলেই নাম লেখান। এরপর বাকি দিনটি কিউইদের ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্রে ভরা। ভারতের ৩২৫ রানের জবাবে খেলতে নেমে মাত ১৭ রানে ৩ উইকেট হারায় নিউজিল্য???ন্ড।


উপরের সারির এই তিন ব্যাটসম্যানকেই সাজঘরে ফেরান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। অবশ্য এরপর কিউইদের ইনিংসে চিড় ধরান অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিনরা। আর তাতেই ৬২ রানে থমে যায় কিউইদের ইনিংস। ভারতের হয়ে ৪টি উইকেট নিয়েছেন অশ্বিন। আর তিনটি উইকেট নেন সিরাজ। ২টি নেন অক্ষর। একটি উইকেট গেছে জয়ন্ত যাদবের ঝুলিতে।


সংক্ষিপ্ত স্কোর-


ভারত (প্রথম ইনিংস)- ৩২৫/১০ (১০৯.৫ ওভার) (আগারওয়াল ১৫০, অক্ষর ৫২, শুভমান ৪৪; প্যাটেল ১০/১১৯)


নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৬২/১০ (২৮.১ ওভার) (জেমিসন ১৭,লাথাম ১০; অশ্বিন ৪/৮, সিরাজ ৩/১৯)


ভারত (দ্বিতীয় ইনিংস)- ৬৯/০ (২১ ওভার) (পূজারা ২৯*, আগারওয়াল ৩৮*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball