Connect with us

বাংলাদেশ- পাকিস্তান সিরিজ

পেশাদার ক্রিকেটার হিসেবে ধানক্ষেতেও ভালো খেলতে হবে: মুমিনুল


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ফ্ল্যাট উইকেট চেয়েছেন মুমিনুল হক। যদিও বাংলাদেশের টেস্ট অধিনায়ক উইকেট ও কন্ডিশনকে কখনোই অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না। ভালো ক্রিকেট খেলেই ম্যাচ জয়ে লক্ষ্য তার।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরাবরই স্পিনিং উইকেটে খেলে থাকে বাংলাদেশ। এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া টেস্ট ম্যাচগুলোতে কখনো সফল বা কখনো ব্যর্থ হয় মুমিনুলবাহিনী।

যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো উইকেটেই ভালো খেলার জন্য নিজেদের প্রস্তুত থাকার কথা বলছেন মুমিনুল। সতীর্থদের কাছ থেকে পেশাদারিত্ব দেখার প্রত্যাশায় আছেন তিনি।

মিরপুর টেস্ট শুরুর আগের দিন মুমিনুল বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট ও কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করানো কখনও কাম্য নয়। আমিও এটা কখনও এটার সাথে একমত হব না। পেশাদার ক্রিকেটার হিসেবে যদি ধানক্ষেতেও দেন ওখানেও ভালো খেলতে হবে।’



‘তাই আমার কাছে মনে হয়, এসব অজুহাত না দিয়ে জয়ের জন্য আরও পেশাদার হলে ভালো হবে। উপমহাদেশে সবাই স্পিন ভালো খেলে, তাই এখানে স্পিন উইকেট না করাই ভালো। আমি ফ্ল্যাট উইকেটই চাই।’

প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অবশ্য তুলনামূলক স্পোর্টিং উইকেটই পেয়েছিল বাংলাদেশ। যদিও শেষদিনে গিয়ে ম্যাচটি আট উইকেটের ব্যবধানে হেরে যায় টাইগাররা।

সর্বশেষ

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ডুরান্ট

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

চন্দরপলের দুর্দান্ত ব্যাটিং, বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এসিসি

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ বিশ্বকাপ জেতার জন্যই খেলবে: পোথাস

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক ল্যান্স ক্লুজনার

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন ধোনির

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ২ ম্যাচে নেই রশিদ

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

স্টোকসকে অ্যাশেজের জন্য ফিট বানিয়েছে চেন্নাইয়ের মেডিক্যাল টিম

৩১ মে, বুধবার, ২০২৩

নারী দলের নির্বাচক কমিটিতে শিপন-সজল, স্পিন কোচ দিনুকা

আর্কাইভ

বিজ্ঞাপন