promotional_ad

ইনফর্ম আইয়ারের কাছে জায়গা হারাতে পারেন রাহানে!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান ভারত ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা হারাতে পারেন আজিঙ্কা রাহানে। ভারতের সহ-অধিনায়কের জায়গায় কানপুর টেস্টে অভিষিক্ত শ্রেয়াস আইয়ার খেলতে পারেন বলে ধারণা করছেন দীনেশ কার্তিক।


কানপুর টেস্টে বিশ্রামে ছিলেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। যার ফলে সেই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন রাহানে। ব্যাট হাতে এই বছর খুবই বাজে কেটেছে রাহানের। ২০২১ সালে মাত্র ১৯.৬ গড়ে রান করেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।


promotional_ad

কানপুর টেস্টের দুই ইনিংসে রাহানে করেন যথাক্রমে ৩৫ ও ৪ রান। অপরদিকে সেই টেস্টে অভিষেক হওয়া আইয়ারের ব্যাটে এসেছে ১১৪ ও ৬৫ রানের দুটি ম্যাচ বাঁচানো ইনিংস। মুম্বাই টেস্টে ফিরছেন কোহলি। আর তাই কোহলিকে জায়গা করে দিতে বাদ যেতে পারেন রাহানে, এমনটাই অনুমান কার্তিকের।


কার্তিক বলেন, 'আইয়ার ভারতকে নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছে। সে আসলেই অনেক ভালো খেলেছে। এমন নয় যে রাহানে এক-দুটি টেস্ট ম্যাচে রানে নেই। সে কিন্তু লম্বা সময় ধরেই ফর্মে নেই।'


এখনই রাহানের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন না কার্তিক। তার মতে, দল থেকে এক ম্যাচের জন্য বাদ গেলে লাভবান হবেন রাহানেই। কেননা পরবর্তী সিরিজে নতুন উদ্যমে ফিরে আসতে পারেন তিনি।


কার্তিক আরও বলেন, 'শ্রেয়াস আইয়ার এসে ভালো খেলেছে, আমার মনে হয় রাহানের জন্য এটা একটা চাপ। সামনের টেস্টে সে বাদও পড়তে পারে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরেও রাহানে বাদ পড়েছিল এবং এক ম্যাচের জন্য বাদ যাওয়াটা আসলে তেমন ব্যাপার না। রাহানে বাদ পড়লে আমি সেটাকে খারাপভাবে দেখি না। সে তাহলে চাপমুক্ত থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball