promotional_ad

বাংলাদেশকে ৮ উইকেটে হারালো পাকিস্তান

 সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০২ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ১০৯ রান তুলেছিল পাকিস্তান। জিততে হলে শেষ দিন প্রয়োজন ছিলো ৯৩ রান। আবিদ আলী অপরাজিত ছিলেন ৫৬ রানে আর আব্দুল্লাহ শফিক ৫৩ রানে। তবে বাংলাদেশকে ১০ উইকেটে হারাতে পারেনি সফরকারীরা।


পঞ্চম দিনের প্রথম সেশনে উল্টো তারা হারিয়েছে দুই ওপেনারকে। ১৭১ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর বাকি কাজ সারেন আজহার আলি এবং বাবর আজম। তাতেই ৮ উইকেটের জয় নিশ্চিত হয় তাদের।


বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার বল সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন শফিক। ভাঙ্গে তার এবং আবিদের ১৫১ রানে জুটি। শফিক আউট হয়েছেন ৭৩ রান করে।


promotional_ad

এরপর আবারো দলকে জয়ের পথে নিয়ে যেতে দেখে শুনে খেলছিলেন আবিদ এবং আজহার আলি। কিন্তু তাইজুল ইসলামের বল খেলতে গিয়ে সেঞ্চুরির খুব কাছে থাকা আবিদ লেগ বিফোরের ফাঁদে পড়েন।


৯১ রান করে দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়ার রেকর্ড গড়া হলো না তার। এরপর আজহার এবং বাবর দুজনই দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। আজহার অপরাজিত ছিলেন ২৪ রানে আর বাবর ১৩ রানে।


চট্টগ্রাম টেস্টে অবশ্য চাইলেই ভালো কিছু করতে পারত বাংলাদেশ। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করে লিটন দাসের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরির সুবাদে স্বাগতিকরা করেছিল ৩৩০ রান।


জবাবে পাকিস্তান ২৮৬ রান অলআউট হওয়ায় বাংলাদেশ পেয়েছিল ৪৪ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে ২০২০ রানের লক্ষ্য দাড়ায় পাকিস্তানের।


সেই লক্ষ্যই সফরকারীরা পেরিয়ে গেলো ২ উইকেট হারিয়ে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball