Connect with us

পাকিস্তান-বাংলাদেশ সিরিজ

বাংলাদেশকে ৮ উইকেটে হারালো পাকিস্তান


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০২ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ১০৯ রান তুলেছিল পাকিস্তান। জিততে হলে শেষ দিন প্রয়োজন ছিলো ৯৩ রান। আবিদ আলী অপরাজিত ছিলেন ৫৬ রানে আর আব্দুল্লাহ শফিক ৫৩ রানে। তবে বাংলাদেশকে ১০ উইকেটে হারাতে পারেনি সফরকারীরা।

পঞ্চম দিনের প্রথম সেশনে উল্টো তারা হারিয়েছে দুই ওপেনারকে। ১৭১ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর বাকি কাজ সারেন আজহার আলি এবং বাবর আজম। তাতেই ৮ উইকেটের জয় নিশ্চিত হয় তাদের।

বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার বল সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন শফিক। ভাঙ্গে তার এবং আবিদের ১৫১ রানে জুটি। শফিক আউট হয়েছেন ৭৩ রান করে।

এরপর আবারো দলকে জয়ের পথে নিয়ে যেতে দেখে শুনে খেলছিলেন আবিদ এবং আজহার আলি। কিন্তু তাইজুল ইসলামের বল খেলতে গিয়ে সেঞ্চুরির খুব কাছে থাকা আবিদ লেগ বিফোরের ফাঁদে পড়েন।



৯১ রান করে দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়ার রেকর্ড গড়া হলো না তার। এরপর আজহার এবং বাবর দুজনই দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। আজহার অপরাজিত ছিলেন ২৪ রানে আর বাবর ১৩ রানে।

চট্টগ্রাম টেস্টে অবশ্য চাইলেই ভালো কিছু করতে পারত বাংলাদেশ। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করে লিটন দাসের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরির সুবাদে স্বাগতিকরা করেছিল ৩৩০ রান।

জবাবে পাকিস্তান ২৮৬ রান অলআউট হওয়ায় বাংলাদেশ পেয়েছিল ৪৪ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে ২০২০ রানের লক্ষ্য দাড়ায় পাকিস্তানের।

সেই লক্ষ্যই সফরকারীরা পেরিয়ে গেলো ২ উইকেট হারিয়ে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সর্বশেষ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

চন্দরপল-ডি সিলভার আক্ষেপের পরও উইন্ডিজের দুর্দান্ত দিন

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

ওপেনিংয়ে ক্রলিতেই আস্থা কির

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

রাহানে তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছে, বিশ্বাস কার্তিকের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

মোহিতের স্লোয়ারের অপেক্ষায় ছিলেন জাদেজা

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শান্ত-হৃদয়দের নিয়মিত বোলিংয়ে দেখতে চান হেরাথ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আয়ারল্যান্ড টেস্টে খেলা হচ্ছে না অ্যান্ডারসন-রবিনসনের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল: হার্দিক

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আইপিএলে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শুধুমাত্র ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান ধোনি

আর্কাইভ

বিজ্ঞাপন