Connect with us

ভারত - বাংলাদেশ সিরিজ

ভারতকে হারাল বাংলাদেশের যুবারা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

তিন দলের যুব ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের বিপক্ষে ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাহফিজুল ইসলামের ৯১ রানের ইনিংসের ওপর ভর করে ১০ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় ‍তুলে নেয় রাকিবুল হাসানের দল। 

কলকাতার ইডেন গার্ডেন্সে জয়ের জন্য ২৪৬ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের যুবারা। উদ্বোধনী জুটিতে মাহফিজুল ও ইফতেখার হোসেন ইফতি মিলে সংগ্রহ করেন ৮৫ রান। ৩৬ বলে ৩৪ রানের ইনিংস খেলে ইফতেখার ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। 


তিনে নেমে ওপেনার মাহফিজুলকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল। তারা দুজনে মিলে ৭৯ রান যোগ করেন। ৩৫ রান করা নাবিলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন হাঙ্গারেকার। থিতু হতে পারেননি চারে নামা আইচ মোল্লাহ। সাজঘরে ফেরার আগে করেছেন মোটে ২ রান। 


এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন মাহফিজুল। হাফ সেঞ্চুরি পেলেও মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে এই ওপেনারকে। ১২৩ বলে ৯১ রান করে মাহফিজুল সাজঘরে ফিরলে খানিকটা ধস নামে বাংলাদেশ শিবিরে।

ফাহিম ও তাহজিবুল ইসলাম ব্যর্থ হলেও বাংলাদেশকে টেনে নিয়েছেন মেহেরব হোসেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারালেও ১০ বল বাকি থাকতে দলের জন্য নিশ্চিত করেন মেহেরব। ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের হয়ে হাঙ্গারেকার তিনটি ও অমৃত রাজ নিয়েছেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২৪৫ রানে অল আউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেছেন হারনর সিং। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব তিনটি এবং আশিকুর জামান, মুশফিক হাসান ও রাকিবুল নিয়েছেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল: ২৪৫/১০ (ওভার ৪৮.১) (হারনর ১১১, রাশেদ ৩০, সিদ্ধার্থ  ২৫; সাকিব ৩/৫০, আশিকুর ২/৩৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল: ২৪৯/৮ (ওভার ৪৮.২) (মাহফিজুল ৯১, মেহেরব ৩৮*, নাবিল ৩৫, ইফতেখার ৩৪; হাঙ্গারেকার ৩/৪৭)

সর্বশেষ

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত স্টোকস

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

বেদনার নীলচে আভা সরিয়ে সোনালি ট্রফির আশায় নিউজিল্যান্ড

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

আর মুখ দেখাবো না: সাকিব

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

বিশ্বকাপ শুরুর আগে দেখে নিন ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

পরিসংখ্যানে তাকাই না, আমার কাছে দলই আগে: সাকিব

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

এক যুগ পর বিশ্বকাপের রোমাঞ্চ পাবে নেদারল্যান্ডস

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াকে ছুঁতে ইংল্যান্ডের ‘ইটস কামিং হোম’

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

মালয়েশিয়ার বিপক্ষে শেষ ওভারে বাংলাদেশকে জেতালেন আফিফ

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে বেনি হাওয়েল

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

শিরোপাতেই চোখ রাখছেন লাথাম

আর্কাইভ

বিজ্ঞাপন