Connect with us

আইপিএল

আলোকস্বল্পতায় ম্যাচ বাঁচাল নিউজিল্যান্ড


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চতুর্থ দিন শেষেই রোমাঞ্চের আভাস দিয়েছিল কানপুর টেস্ট। তবে নাইটওয়াচ ম্যান হিসেবে খেলতে নামা উইলিয়াম সমারভিলের ধীরগতির ইনিংসে ভেস্তে যেতে বসেছিল সেই রোমাঞ্চ। যদিও পঞ্চম দিনের শেষ বিকেলে প্রায় ড্র হওয়া ম্যাচের দখল নিতে থাকে ভারত। দিনের তৃতীয় সেশনে যখন কেন উইলিয়ামসনরা টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত তখন কিউই শিবিরে ধস নামান রবীন্দ্র জাদেজা- রবিচন্দ্রন অশ্বিন।

যদিও তাতে ম্যাচ জেতা হয়নি ভারতের। শেষ দিকে যখন ম্যাচ জিততে ভারতের ১ উইকেট প্রয়োজন তখন ব্যাটে-বলে লড়াই ছাপিয়ে শেষ বিকেলে রোমাঞ্চ ছড়ায় আলোকস্বল্পতা। পর্যাপ্ত আলো না থাকার কারণে কয়েক ওভার আগেই শেষ হয় পঞ্চম ও শেষ দিনের খেলা। তাতে রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ভারত ও নিউজিল্যান্ডকে।

কানপুরে পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৮০ রান। বিপরীতে ভারতের প্রয়োজন ছিল ৯ উইকেট। চতুর্থ দিনের শেষ বিকেলে উইল ইয়ং সাজঘরে পাঠিয়ে দারুণ শুরু করেছিল ভারত। তবে নাইটওয়াচ ম্যান হিসেবে খেলতে নামা সমারভিল প্রতিরোধ গড়ে তুললে চিন্তার ভাঁজ পড়ে ভারতের কপালে।

দিনের প্রথম সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেনি ভারত। মধ্যাহৃ বিরতি থেকে ফিরে ভারতকে ব্রেক থ্রু এনে দেন উমেশ যাদব। শুভমান গিলের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন ১১০ বলে ৩৬ রান করা সমারভিল। হাফ সেঞ্চুরির পর আউট হয়েছেন টম লাথাম। অশ্বিনের শর্ট অব লেংথ বলে বোল্ড হয়েছেন ৫২ রান করা লাথাম। 

বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়ে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকায় হরভজন সিংকে পেছনে ফেলেন অশ্বিন। থিতু হতে পারেননি রস টেলর, হেনরি নিকোলস ও উইলিয়ামসন। শেষ দিকে রাচিন রবীন্দ্র টিকে থাকার চেষ্টা করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। 

জাদেজা ও অশ্বিনের ঘূর্ণিতে ৯ উইকেট হারালেও নিউজিল্যান্ডকে বাঁচিয়ে দেয় আলোকস্বল্পতা। তাতে কয়েক ওভার আগে শেষ খেলা শেষ হওয়ায় ড্র হয় কানপুর টেস্ট। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে জাদেজা ৪টি ও অশ্বিন নিয়েছেন তিনটি উইকেট।  

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (১ম ইনিংস)- ৩৪৫/১০ (১১১.১ ওভার) (আইয়ার ১০৫, গিল ৫২; সাউদি ৫/৬৯, জেমিসন ৩/৯১)

নিউজিল্যান্ড (১ম ইনিংস)- ২৯৬/১০ (১৪২.৩ ওভার) (ল্যাথাম ৯৬, ইয়ং ৮৯; অক্ষর ৫/৬২, অশ্বিন ৩/৫০)

ভারত (২য় ইনিংস)- ২৩৪/৭ (৮১ ওভার) (আইয়ার ৬৫, ঋদ্ধিমান ৬১ *, জেমিসন ৩/৪০, সাউদি ৩/৭৫)

নিউজিল্যান্ড (২য় ইনিংস)- ১৬৫/৯ (৯৮ ওভার) (ল্যাথাম ৫২, সমারভিল ৩৬, উইলিয়ামসন ২৪; জাদেজা ৪/৪০, অশ্বিন ৩/৩৫)

সর্বশেষ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আল্লু অর্জুনের অনুপ্রেরণায় চ্যালেঞ্জ নিয়ে সফল অপু

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল দেখে ভেঙ্কটেসকে ওয়ানডে দলে নেয়ায় চটেছেন গম্ভীর

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফিতে খুশি হলেও দলীয় পারফরম্যান্সে অখুশি মাহমুদউল্লাহ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফির প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক অপু, সিলেটের জয়

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মুশফিক দ্রুতই রানে ফিরবেন, বিশ্বাস নাফিসের

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

ভারতের অফফর্ম সাময়িক: শাস্ত্রী

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

পান্তকে টেস্ট অধিনায়ক করতে বারণ করছেন ওয়ার্ন

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

লিজেন্ডস ক্রিকেট লিগে রফিকের দুই উইকেট

আর্কাইভ

বিজ্ঞাপন