promotional_ad

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাব্বি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হাসপাতালে নেয়ার পর সিটি স্ক্যান করা হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। রিপোর্ট অনুযায়ী গুরুতর কিছু হয়নি। তবে ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ফলে এই টেস্টে আর খেলা হচ্ছে না রাব্বির।


পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে মুশফিকের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলের ব্যাটিং ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছিলেন ইয়াসির আলি রাব্বি এবং লিটন দাস। কিন্তু পানি পানের বিরতির এক ওভার আগে শাহিন শাহ আফ্রিদির বল লাগে ইয়াসির আলির হেলমেটে।


promotional_ad

বাঁহাতি পেসার আফ্রিদির বাউন্সার রাব্বির প্রত্যাশা অনুযায়ী বাউন্স করেনি। শেষ সময়ে চোখ সরিয়ে নেওয়ায় বলের লাইন থেকেও সরে যেতে পারেননি। বসে পড়ায় বল সোজা গিয়ে আঘাত হানে তার হেলমেটে। ফিজিও আসার পর তার সঙ্গে কথা বলে খেলা চালিয়ে যান এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।


কিন্তু পানি পানের বিরতির পর আর ব্যাটিং করতে নামেননি। পানের বিরতির সময় ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। এরপর ব্যাটিং করতে আসেন মেহেদী হাসান মিরাজ।


সাজিদ খানের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে তিনি ফিরে গেলে রাব্বির কনকাশন সাব হয়ে মাঠে নামেন নুরুল হাসান সোহান। নিয়ম অনুযায়ী শুধুমাত্র ব্যাটিং করতে পারবেন সোহান।


সোহান ফিরেছেন ১৫ রান করে। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন করেছেন ৫৯ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৫৭ রানে। প্রথম ইনিংসে মুমিনুল হকের দলের সংগ্রহ ছিল ৩৩০ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৮৬ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball