promotional_ad

টি-টোয়েন্টিকে হত্যা করেছে বর্তমান যুগের ওপেনাররা: গেইল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিস গেইলের নাম মাথায় এলেই চোখে ভেসে উঠে ২২ গজে দাপট দেখানোর গল্প। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের ঘুম হারামের অন্যতম কারণ এই ক্যারিবিয়ান। ইনিংসের প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন এই ব্যাটসম্যান। তবে, এই গেইলেরই দাবি, বর্তমান যুগের ওপেনাররা টি-টোয়েন্টি ক্রিকেটকে হত্যা করেছে।


মারকুটে এই ওপেনার এমন ভাবনার পেছনে দায়ী করেছেন ওপেনারদের রক্ষণাত্মক ভঙ্গিমার ব্যাটিংকে। শুরুতে টি-টোয়েন্টিতেও সবাই টি-টেন ফরম্যাটের মত শুরু থেকে চার-ছক্কা হাঁকানোর চেষ্টা করতেন। কিন্তু সময়ের সাথে সাথে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সাবধানী ব্যাটিং তাকে ভাবিয়ে তুলছে। 


promotional_ad

গেইল বলেন, ‘আমার মনে হয় এখন যেভাবে টি-টেন ক্রিকেট খেলা হচ্ছে, টি-টোয়েন্টি সেভাবেই শুরু হয়েছিল। প্রথম ওভার থেকেই তখন ব্যাটাররা মারতে শুরু করত। এখন সেটা অনেক কমে গেছে।’


গেইল মনে করেন, টি-টোয়েন্টিতে মারকুটে ব্যাটিংয়ের যে আবেদন ছিল তা এখন পূরণ করছে টি-টেন। আবুধাবি টি-টেন লিগ খেলার ফাঁকে তিনি জানান, ‘টি-টেন ক্রিকেট নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখনকার ওপেনাররা টি-টোয়েন্টি ক্রিকেটের বিনোদনকে খুন করে ফেলছে।'


'টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার অনেক সাবধানী হয়ে খেলে। এখন শুধু রান করার দিকেই ওরা জোর দেয়। প্রথম ছয় ওভারে আগে লোকে যে আনন্দ পেত, এখন আর সেটা পায় না। সেই অভাব কিন্তু টি-টেন ক্রিকেট পূরণ করে ফেলেছে' আরও যোগ করেন তিনি। 


টি-টোয়েন্টিতে কেন ওপেনারদের আগ্রাসী মনোভাব কমে গেল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গেইলও। তিনি বলেন, ‘জানি না কেন প্রথম ছয় ওভারে ওরা খাঁচায় ঢুকে থাকে। টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার সময় আমরা প্রথম বল থেকে মারতাম। এখন কেন এই আগ্রাসন কমে গেল!’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball