promotional_ad

বাংলাদেশের বোলারদের হতাশার দিন, সেঞ্চুরির অপেক্ষায় আবিদ

সংগৃহিত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে রাজত্ব করেছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। ৯৩ রান করে ৭ রানের আক্ষেপ নিয়ে দিন শেষ করেছেন আবিদ। আর শফিক ৫২ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। পাকিস্তান এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ১৮৫ রান।


এদিন বাংলাদেশকে ৩৩০ রানে গুটিয়ে দিয়ে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের হতাশায় ডুবিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। দুই সেশনে বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি এই দুই ব্যাটার। অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছেন তারা।


দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য ছিলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ঘন্টা দেখে শুনে পার করে আরো বড় সংগ্রহের আশা নিয়েই দিনের খেলা শুরু করেছিলেন ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া লিটন দাস এবং মুশফিকুর রহিম। ৮২ রানে ব্যাট করতে নামা মুশফিকও চেষ্টা করছিলেন আর একটি সেঞ্চুরির। 


কিন্তু দিনের খেলার দ্বিতীয় ওভারে হাসান আলির বলে লিটনের এলবিডব্লিউ দিয়ে শুরু। ১১৩ রান নিয়ে দিন শুরু করা এই ব্যাটার আর ১ রান যোগ করেই আউট হয়েছেন ১১৪ রানে। এতে পঞ্চম উইকেটে তাদের রেকর্ড জুটি ভাঙে ২০৬ রানে। এরপর একে একে বাংলাদেশ ৭৭ রান তুলতেই হারিয়েছে শেষ ৬ উইকেট।


promotional_ad

অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি তার অভিষেক রাঙাতে পারেনি। ৪ রান করে ঐ হাসানের বলেই বোল্ড হয়েছেন ব্যাটের সঙ্গে প্যাডের বিশাল ফাঁক ছিলো বলে। ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরির আশায় ব্যাট করা মুশফিক ৯ রানের আক্ষেপে পুড়েছেন। 


ফাহিম আশরাফের বলে আম্পায়ারের দেয়া লেগ বিফোর উইকেটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে। মুশফিক রিভিউও নিয়েছিলেন, তাতে দেখা যায় বল যখন ব্যাট ছাড়িয়ে যাচ্ছিলো ঠিক সেসময় ব্যাটের কানা স্পর্শ করেছিল প্যাডেও। কিন্তু আল্ট্রা এজে কম্পন দেখা দেয়ায় আম্পায়ার আউট দিতে বাধ্য হন। 


মুশফিক আক্ষেপে পুড়লেও দারুণ ব্যাট করেছেন মেহেদী হাসান মিরাজ। ৮ নম্বরে নেমে ৬ চারের সাহায্যে ৩৮ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু তাইজুল ইসলাম, রাহী-এবাদতরা দ্রুত আউট হয়ে গেলে সঙ্গীর অভাবে আর ইনিংস বড় করার সুযোগ হয়নি তার। 


১১ রান করে তাইজুল এবং ৮ রান করে রাহী আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। আর এবাদতকে বোল্ড করে ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন হাসান। দ্বিতীয় দিনে বাংলাদেশের ৬ উইকেটের ৪টিই তার। ২টি করে উইকেট শাহীন এবং আশরাফের।


সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ (১ম ইনিংস)- ৩৩০/১০ (১১৪.৪ ওভার) (লিটন ১১৪, মুশফিক ৯১; হাসান ৫/৫১, ফাহিম ২/৫৪)


পাকিস্তান (১ম ইনিংস)- ১৪৫/০ (ওভার ৫৭) (আবিদ ৯৩*, শফিক ৫২*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball