promotional_ad

অনেক না বলা কথার এক সেঞ্চুরি হাঁকালেন লিটন

বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


লিটন দাসের সঙ্গে শত রানের জুটি গড়ে দ্বিতীয় সেশনের শেষে চা পানের বিরতিতে মুশফিকুর রহিম ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছেন। লিটনকে যেন ক্রিকেটারদের বিশ্রাম কক্ষ টানছেই না। তিনি উইকেটে থাকতে চান, ব্যাটিং করতে চান, রান করতে চান, শত শত সমালোচনার জবাব মুখ না খুলেই বলতে চান।


চা বিরতির পুরো সময় জুড়ে লিটন ড্রেসিংরুমে ফেরেননি, হয়ত ফিরতে চেয়েছেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে। তাই তো উইকেটে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে এসে আবারো বাংলাদেশের ড্রেসিংরুম লাগোয়া নেটে ব্যাটিং কোচের আর্মার বিপক্ষে ব্যাট করেছেন চা পানের বিরতি শেষ হওয়ার আগ পর্যন্ত।


promotional_ad

 ৬২ রান নিয়ে বিরতি শেষ করে এসে যেন নান্দনিকতার পসরা সাজিয়ে বসেছিলেন। ততক্ষণে তার নামের পাশে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। দীর্ঘ ২৫ ম্যাচের ৪২ ইনিংস পর তিন অঙ্ক ছোঁয়ার আনন্দ। তাও এমন ম্যাচে যে ম্যাচে শঙ্কা জেগেছিল আর একটা ব্যাটিং বিপর্যয়ের। লিটন শুধু নিজেই সেঞ্চুরি করেননি।


মুশফিককে নিয়ে গড়েছেন পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড রান। ১৮৬ রানে এখনো অবিচ্ছিন্ন তাদের অসাধারণ সেই জুটি। লিটন অপরাজিত রানে। টেস্ট ক্রিকেটে বিগত দুই বছরে উইকেটকিপার ব্যাটারদের মধ্যে লিটন আছেন সেরা ফর্মে। শেষ ১০ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরি।


এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৯৫ রানের জিম্বাবুয়ের বিপক্ষে। আজ যখন সেই ৯৫ রান পাড় করে ৯৬ রানে পৌছালেন তারপর বাকি ৪ রান করলেন দেখে শুনে। এর আগে ৯৪ আর ৯৫ রানে ছয় মারতে গিয়েই আউট হয়েছিলেন। এবার আর তা হলে দিলেন না।


এক রান এক রান করে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন ঠিক ১৯৯ বলে। শততম রানটা নিতে গিয়ে অবশ্য রান আউট হতে পারতেন কিন্তু শেষ মুহুর্তে সুরক্ষা রেখা পার হয়ে যাওয়ায় বেচে যান এ যাত্রায়। লিটনের নামের পাশে লেখা হয় কাঙ্খিত এক সেঞ্চুরি। ৭৭ রানে অপরাজিত আছেন মুশফিক। আর ৪ উইকেটে বাংলাদেশের রান ২৩৫। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball