বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

চট্টগ্রামে লিটন-মুশফিকের দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:27 শুক্রবার, 26 নভেম্বর, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

নড়বড়ে শুরু, প্রথম ঘন্টায় নেই চার উইকেট। টপ অর্ডার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল লম্বা হতে দিলেন না লিটন দাস-মুশফিকুর রহিম। দ্বিতীয় ও তৃতীয় সেশনের গল্প পুরো ভিন্ন। পাকিস্তানের বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে লিটনের অনবদ্য সেঞ্চুরি ও মুশফিকের ৮২ রানের ইনিংস সাগরিকায় প্রাণ ফিরে পায় বাংলাদেশ।

দিন শেষে ৮৫ ওভার ব্যাটিং করা মুমিনুল হকের দল স্কোরবোর্ডে যোগ করে ২৫৩ রান। লিটন-মুশফিকের জুটিতেই যেখানে আসে ২০৪ রান। ৪৯ রানে ৪ উইকেট হারানো দলটির জন্য দুজন মিলে খেলেন ৪১৩ বল। লিটন খেলেন ২২৫ বল, মুশফিক ১৮৮ বল। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী এবং ফাহিম আশরাফ। 

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবরডে ১৯ রান যোগ করতেই সাজঘরে ফেরেন সাইফ হাসান। শাহীন আফ্রিদির বাউন্সার সামাল দিতে না পেরে শর্ট লেগে এই ব্যাটসম্যান ক্যাচ দেন ১৪ রানে। খানিক পর সাইফের সঙ্গী সাদমান ইসলামও ফেরেন একই রানে।

উইকেট থেকে শুরু থেকেই সুবিধা পাচ্ছিলেন স্পিনাররা। সেই সুযোগ কাজে লাগিয়েই মুমিনুলকে উইকেটের পেছনে রিজওয়ানের তালুবন্দি করেন সাজিদ। দলীয় ৪৯ রানে ১৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা বাংলাদেশের হাল ধরেন লিটন-মুশফিক।

এই জুটিতে প্রথম সেশনে ৬৯ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের ওপর পাল্টা আক্রমণ করেন লিটন। এই সেশনে ৩১ ওভার ব্যাটিং করে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করে ১০২ রান। চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন লিটন। যদিও এর আগে বেশ কয়েকবার জীবন পান তিনি।

অপরপ্রান্তে থাকা মুশফিকও চা বিরতির আগেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। শেষ সেশনেও তারা পাকিস্তানের বোলারদের কোন প্রকার সুযোগ দেননি। তৃতীয় সেশনে তারা দুজন ব্যাট করেন আরও ২৬ ওভার। স্কোরবোর্ডে যোগ হয় আরও ৭৮ রান। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫৩ রান। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৫৩/৪ (৮৫ ওভার)

(লিটন ১১৩*, মুশফিক ৮২*; হাসান ১/৩৮, ফাহিম ১/৩৮)