promotional_ad

তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে হার বাংলাদেশের মেয়েদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নারী বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল বাংলাদেশ। যদিও তৃতীয় ম্যাচে তারা হেরে গেছে থাইল্যান্ডের মেয়েদের কাছে।


আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি পেয়েছিল নিগার সুলতানার দল। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৩২ রান করে থাইল্যান্ড। এরপর বৃষ্টির কারণে আর মাঠে নামতে পারেনি দুই দল। 


তাই আম্পায়াররা বৃষ্টি আইনে থাইল্যান্ডকে ১৬ রানে জয়ী ঘোষণা করে। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। দলীয় ৬ রানেই তারা হারায় ওপেনার শারমিন আক্তারের উইকেট।


promotional_ad

এরপর দলীয় ১৪ রানে ফিরে যান নিগার সুলতানা। তৃতীয় উইকেটে মুর্শিদা খাতুনকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন ফারজানা হক। ৪ রানের আক্ষেপ নিয়ে মুর্শিদা আউট হন ৪৬ রান করে।


হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫১ রানে ফিরেছেন ফারজানা হক। এই দুই ব্যাটারের বিরতির পর বাংলাদেশের মেয়েদের রানের গতি কমে যায়। মাঝে রুমানা আহমেদ ২৭ ও লতা মন্ডল ২৯ রান করে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন।


যদিও দ্রুত রান তুলতে না পারায় বাংলাদেশের মেয়েদের ইনিংস থামে ৮ উইকেটে ১৭৬ রানে। থাইল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন নাটায়া বোচাথাম।


জবাবে খেলতে নেমে ওপেনিংয়ে থাইরা যোগ করে ৯৭ রান। ওপেনার নাঠাখান চান্থামকে ব্যক্তিগত ৩৭ রানে নিজের শিকার বানান ফাহিমা খাতুন।


এরপর আরেক ওপেনার সর্নারিন টিপোচকে ৬৯ রানে ফেরান নাহিদা আকতার। থাইদের আর উইকেট হারাতে দেননি নান্নাপাট ও নারুমল চাউই। এই দুজন শেষ পর্যন্ত থাইদের ইনিংস টেনেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball