promotional_ad

ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শ্রীলঙ্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জয়ের মঞ্চ চতুর্থ দিনই গড়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা। যদিও স্বাগতিকদের অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত করেন এনক্রুমা বনার ও জশুয়া দা সিলভা। তারপরও লড়াই চালিয়েও দলের বড় হার এড়াতে পারেননি তারা। ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল লঙ্কানরা।


গলে বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম দিন ক্যারিবিয়ানদের ১৮৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের দিক থেকে স্বাগতিকদের এটি দ্বিতীয় বড় জয়। ৩৪৮ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে তারা আটকে দেয় ১৬০ রানেই। বনার ৮৮ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে লাসিথ এমবুলদেনিয়া ৫টি ও রমেশ মেন্ডিস নেন ৪টি উইকেট।


বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মহাবিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে ৬টি উইকেট। সবাই এক অঙ্কের ঘরে সাজঘরে ফেরেন। ক্যারিবিয়ান টপ ও মিডল অর্ডারে এই ধ্বস নামান রমেশ ও লাসিথ।


পরবর্তীতে এই ধাক্কা সামাল দেন এনক্রুমাহ বনার ও জশুয়া ডি সিলভা। সপ্তম উইকেটে ১০০ রানের জুটি গড়েন তারা। তবে এই জুটি ভাঙেন লাসিথ এমবুলদেনিয়া। জশুয়া সাজঘরে ফেরেন ১২৯ বলে ৫৪ রান। রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান ও গ্যাব্রিয়েল ব্যর্থ হন বনারকে সঙ্গ দিতে।


ফলে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৬০ রানে। বনার অপরাজিত থাকেন ৬৮ রানে। শ্রীলঙ্কা পায় ১৮৭ রানের জয়। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে লাসিথ ৫টি, রমেশ ৪টি ও প্রবীণ একটি উইকেট শিকার করেছেন। এই জয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।


promotional_ad

এর আগে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৩৮৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৪৭ রান করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ৫৬ রান।


জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয় ২৩০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কাইল মেয়ার্স।  ক্রেইগ ব্যাথওয়েটের ব্যাট থেকে আসে ৪১ রান। স্বাগতিকদের হয়ে প্রবীণ জয়বিক্রমে চারটি এবং রমেশ তিনটি উইকেট শিকার করেন।


৪ উইকেটে ১৯১ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। তৃতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়েন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। করুনারত্নে ১০৪ বলে ৮৩ রান করেন। তার ইনিংসে ছিল নয়টি চার। ৮৪ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন ম্যাথিউস। এরপর বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 


সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা: ৩৮৬/১০ (প্রথম ইনিংস) (করুনারত্নে ১৪৭, ধনঞ্জয়া ৬১, নিসাঙ্কা ৫৬;চেজ ৫/৮৩, ওয়ারিক্যান ৩/৮৭, গ্যাব্রিয়েল ২/৬৯)


ওয়েস্ট ইন্ডিজ: ২৩০/১০ (প্রথম ইনিংস) (মেয়ার্স ৪৫, ব্রাথওয়েট ৪১, কর্নওয়াল ৩৯, হোল্ডার ৩৬; প্রবীণ ৪/৪০, রমেশ ৩/৭৫)


শ্রীলঙ্কা: ১৯১/৪ ইনিংস ঘোষণা (দ্বিতীয় ইনিংস) (করুনারত্নে ৮৩, ম্যাথিউস ৬৯*;ওয়ারিক্যান ২/৪২, কর্নওয়াল ২/৬০)


ওয়েস্ট ইন্ডিজ: ১৬০/১০ (দ্বিতীয় ইনিংস) (বনার ৮৮*, সিলভা ৫৪; লাসিথ ৫/৪৬, রমেশ ৪/৬৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball