অ্যাশেজ

বর্ণবিদ্বেষের অভিযোগে অ্যাশেজের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ ভন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:54 বুধবার, 24 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্ণবিদ্বেষের অভিযোগ থাকায় আসন্ন অ্যাশেজের ধারাভাষ্য প্যানেল থেকে মাইকেল ভনকে বাদ দিয়েছে বিবিসি। এই খবরটি নিশ্চিত করেছে প্রভাবশালী ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

ভনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগটি বেশ পুরোনো। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ও ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক আজিম রফিকের আনা বর্ণবাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তাল ইংল্যান্ডের ক্রিকেট।

এরই মধ্যে পদত্যাগ করেছেন ক্লাবটির চেয়ারম্যান। রফিকের অভিযোগের তালিকায় এসেছে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভনের নাম। এই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না বিবিসি।

বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ভন ক্রিকেট বিশ্বে সমাদৃত এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বর্ণবিদ্বেষের ঘটনার সঙ্গে তার যোগসাজশ থাকলে তা স্বার্থের সংঘাত তৈরি করবে কিনা এই বিষয়ে নিশ্চিত হতে চায় বিসিবি।

একজন মুখপাত্র বলেছেন, 'যদিও তিনি ক্রিকেটের গুরুত্বপূর্ণ গল্পের অংশ। সম্পাদকীয় কারণে আমাদের মনে হয় বৈশ্বিক কভারেজে আমাদের অ্যাশেজ দলে এই মুহূর্তে ভনের কোনো ভূমিকা থাকা উচিত। এই বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে কথা বলতে এবং ইয়র্কশায়ারের ঘটনার সঙ্গে এটি স্বার্থের সংঘাত হয় কিনা আমরা দেখবো।'

আগামী ৮ ডিসেম্বর গ্যাবায় শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ১৬-২০ ডিসেম্বর অ্যাডিলেডে। এই ম্যাচটি হবে দিবারাত্রির। আর তৃতীয় টেস্ট ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে।

এরপর নতুন বছরের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু করবে। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট।