promotional_ad

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আফিফ-মেহেদীর উন্নতি

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টির হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানের বিপক্ষে ভরাডুবি পারফরম্যান্সের পর এর প্রভাব পড়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়েও।


ব্যাট হাতে কেবল ধারাবাহিক পারফরম্যান্স করেছিলেন আফিফ হোসেন ধ্রুব। র‍্যাঙ্কিংয়েও এর সুফল পেয়েছেন তিনি। ২৯ ধাপ এগিয়ে তিনি অবস্থান করছেন ৮৫তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার ব্যাট থেকে এসেছে ৭৬ রান।


promotional_ad

অবনতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাইম শেখের। শেষ ম্যাচে নাইম ৪৭ রানের ইনিংস খেললেও আগের দুই ম্যাচে ১ ও ২ রান করেছিলেন। এর ফলে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে তিনি রয়েছেন ২৩ নম্বরে।


আর অধিনায়ক মাহমুদউল্লাহ তিন ম্যাচে ৩১ রান করেছেন। এর ফলে এক ধাপ নিচে নেমে ৩০তম স্থানে আছেন। বোলারদের মধ্যে উন্নতি হয়েছে শেখ মেহেদী ও শরিফুল ইসলামের। 


৬ ধাপ এগিয়ে মেহেদীর অবস্থান ১২ নম্বরে। আর শরিফুল ৩ ধাপ এগিয়ে রয়েছেন ৪০তম স্থানে। পাকিস্তানের বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে শাদাব খয়ান ও ১৬ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে রয়েছেন হাসান আলী।


বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৯০ রান করে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। আর ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলে ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball