ভারতীয় ক্রিকেট

ড্রেসিং রুমের আবহ বদলে দিয়েছেন দ্রাবিড়-রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:14 বুধবার, 24 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ভারতের। রবি শাস্ত্রী-বিরাট কোহলিদের সেই হতাশার মিশনের পরপরই প্রধান কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়, টি-টোয়েন্টি সংস্করণে ভারতের অধিনায়ক হন রোহিত শর্মাও। দায়িত্ব নেয়ার পর এই যুগলের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে কিউইদের হোয়াইওয়াশ করে ভারতীয় ক্রিকেট বইয়ে দ্রাবিড়-রোহিত অধ্যায়ের সূচনা হয়েছে। দলের পেস বোলিং অলরাউন্ডার ভেঙ্কটেস আইয়ারের দাবি, ড্রেসিং রুমের চেহারাই বদলে দিয়েছেন এই দুজন।

জাতীয় দলের আঙিনায় এবারই প্রথমবার ডাক পেয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতানো ভেঙ্কটেস। জাতীয় দলে এসেই রাহুল-রোহিতদের কল্যাণে সতেজ অনুভব করছেন তিনি।

কিউইদের হোয়াইটওয়াশ করার পর ড্রেসিং রুমের আবহ নিয়ে ভেঙ্কটেস বলেন, 'রাহুল স্যার ক্রিকেটের কিংবদন্তি। তিনি ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তরুণদের কীভাবে সামলাতে হয় তা তিনি বেশ ভালো করেই জানেন। আমি তাঁর কাছে অনেক সাহায্য পেয়েছি। সবচেয়ে সুন্দর ব্যাপারটি হচ্ছে ড্রেসিং রুমে রাহুল স্যার ও রোহিত ভাইয়ের কারণে আমরা অনেক স্বতঃস্ফূর্তভাবেই আলোচনা করতে পারি।'

তিনি আরও বলেন, 'রাহুল স্যার আর রোহিত ভাই ড্রেসিং রুমকে অনেক সতেজ রাখেন। তারা সবাইকে অনুপ্রাণিত করেন। রাহুল স্যার তো আমাকে আমার মতো করে খেলার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমার সক্ষমতায় তাঁর আত্মবিশ্বাস আছে।'

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দুই ম্যাচের টেস্ট সিরিজের অপেক্ষায় ভারত। টেস্ট সিরিজে আরেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি গড়বেন দ্রাবিড়। যদিও ২৫ নভেম্বর শুরু হতে যাওয়া কানপুর টেস্টে বিশ্রামে থাকবেন কোহলি, ফিরবেন পরের টেস্টেই।

কানপুর টেস্টে অধিনায়কত্ব করবেন আজিঙ্কা রাহানে। টি-টোয়েন্টি সিরিজ জিতে এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী দ্রাবিড় এবং ভারতীয় দল। যদিও পা মাটিতেই রাখছেন দ্রাবিড়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি বলেছিলেন, 'এটা সত্যিই দারুণ সিরিজ জয়। এখনও পর্যন্ত সবাই দুর্দান্ত খেলেছে। এটা ভালো যে আমার শুরুটা সুন্দর হয়েছে। আমাদের বাস্তবতা বুঝতে হবে, আমরা মাটিতেই পা রাখতে চাই।'