promotional_ad

কানপুর টেস্ট শেষ রাহুলের, ডাক পেয়েছেন সুর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না লোকেশ রাহুল। ডানহাতি এই ব্যাটসম্যানের জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে সুর্যকুমার যাদবকে। 


বৃহস্পতিবার ২৫ নভেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সাদা পোশাকে মাঠে নামার আগে সফরকারী নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল রোহিত শর্মার দল। যার ৩টিতেই খেলেছিলেন রাহুল।


promotional_ad

রাহুলের ছিটকে যাওয়ার বিষয়টি পিটিআইকে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, 'রাহুল চোটের কারণে প্রথম টেস্টে খেলছে না, তার জায়গায় সুর্যকুমারকে স্কোয়াডে যোগ করেছেন নির্বাচকরা।'


রাহুল না খেললেও টেস্ট সিরিজে দলটির ওপেনিংয়ের দায়িত্ব সামাল দেবেন শুভমান গিল এবং মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া বিরাট কোহলি ছুটিতে থাকায় মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন চেতেশ্বর পুজারা এবং অধিনায়ক আজিঙ্কা রাহানে।


সুর্যকুমারকে স্কোয়াডে যোগ করলেও তার অভিষেক হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি বিসিসিআইয়ের সেই কর্মকর্তা। কারণ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্কোয়াডে আছেন শ্রেয়াস আইয়ার। তিনিও অভিষেকের অপেক্ষায় আছেন। 


ভারতের সংক্ষিপ্ত ফরম্যাটে নিয়মিত মুখ সুর্যকুমার মুম্বাইয়ের হয়ে চলতি মৌসুমে রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করেছেন। ২০১৯-২০ মৌসুমে ১০ ইনিংসে ৫০৮ রান করেছেন তিনি। যেখানে তার ব্যাটিং গড় ছিল প্রায় ৫৭। 


ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (দ্বিতীয় টেস্ট/অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক প্রথম টেস্ট/সহঅধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটকিপার), সুর্যকুমার যাদব ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব (ফিটনেসের ভিত্তিতে)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball