শ্রীলঙ্কা - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সোলজানোর কনকাশন বদলি হোপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:45 সোমবার, 22 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পেয়েছিলেন জেরেমি সোলজানো। ফিল্ডিং করলেও অভিষেক টেস্টে ব্যাটিং করা হলো না তাঁর। সোলজানোর কনকাশন বদলি হিসেবে শাই হোপকে একাদশে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয়েছে সোলজানোর। অভিষেকেই ভাগ্যকে সঙ্গে পাননি ২৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান। গল টেস্টে প্রথম দিনের প্রথম সেশনের খেলা চলছিল। সোলজানো তখন হেলমেট পড়ে ফিল্ডিং করছিলেন শর্ট লেগে।

২৪তম ওভারে রোস্টন চেজের করা একটি শর্ট ডেলিভারি পুল করার চেষ্টা করেন  দিমুথ করুনারত্নে। লঙ্কান অধিনায়কের খেলা এই শটে বল আঘাত হানে সোলজানোর হেলমেটের গ্রিলে। মাথায় আঘাত পাবার পরপরই মাঠের ভেতরেই শুয়ে পড়েন তিনি।

এরপর মেডিক্যাল স্টাফরা মাঠে এসে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যান তাকে। চোট গুরুতর কিনা তা জানতে হাসপাতালে নেয়া হয়েছিল সোলজানোকে। যদিও পরবর্তীতে স্ক্যান শেষে হোটেলে ফেরেন তিনি।

এরপরই হোপকে কনকাশন বদলি হিসেবে একাদশে সুযোগ দেয়া হয়েছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন হোপ। এরপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজ হলেও স্কোয়াডে ছিলেন না তিনি। 

সোলজানো গল টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। তবে এর আগে খেলেছেন প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' ক্রিকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০ ম্যাচে প্রায় ২৩ গড়ে করেছেন ১ হাজার ৬৮৬ রান। আর লিস্ট 'এ' ক্রিকেটে ১০ ম্যাচে ৩৯ গড়ে তাঁর সংগ্রহ ৩১২ রান।