promotional_ad

ভারতের মাটিতে সবাই আন্ডারডগ: টেলর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কানপুর টেস্ট দিয়ে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ হারের পর নিউজিল্যান্ডের সামনে এবার সাদা পোশাকের লড়াই। ভারতের মাটিতে টেস্টেও কিউইদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে এমনটাই মনে করেন রস টেলরের।


এই টপ অর্ডার ব্যাটারের ধারণা, ভারতের মাটিতে যে দলই খেলতে আসুক, তাদের বিপক্ষে সফরকারী দল সবসময় আন্ডারডগ। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল জেতার পর এবারই প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড।


promotional_ad

যার মাধ্যমে শুরু হচ্ছে কিউইদের টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের মিশন। দ্বিতীয় চক্রে এটি স্বাগতিকদেরও সাদা পোশাকের ম্যাচাই আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের দুই ফাইনালিস্টের মাঠের লড়াই।


কন্ডিশন বিবেচনায় কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে ভারত এটা নিশ্চিত করেই বলা যায়। আর এই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে বড় চ্যালেঞ্জ উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়া। টেলর জানিয়েছেন, ভারতের শীর্ষ কয়েকজন ক্রিকেটার বিশ্রামে থাকলেও এই দলটিও বেশ শক্তিশালী।


টেলর বলেন, 'আমরা এত বছর আন্ডারডগ হিসেবে খেলেছি। কিন্তু এবার চ্যাম্পিয়ন হিসেবে এসেছি। আমি মনে করি এখানে অবাক হওয়ার কিছু নেই। ভারত আন্তর্জাতিক ক্রিকেটে যে অবস্থানেই থাকুক, আপনি বিশ্বের এক নম্বর দল হলেও আপনি যখন ভারতের ঘরের মাঠে খেলবেন, তখন আপনাকে আন্ডারডগ হয়ে খেলতে হবে।  তারা বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিচ্ছে কিন্তু এখনও শক্তিশালী দল এবং তারা তা ভালো করেই জানে।'


সাদা পোশাকের ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড নিজেদের অবস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামবে। তবে নিজেদের মাটিতে ভারতকে হারানো যে সহজ কাজ না তা ভালো করেই জানেন টেলর। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসর শুরুর জন্য এটা কঠিন জায়গা বলেই ধারণা টেলরের।


অভিজ্ঞ এই কিউই ব্যাটার বলেন, 'আমরা এখন বিশ্বচ্যাম্পিয়ন এবং এটি ধরে রাখার চেষ্টা করছি। শুরু করার জন্য এটি কঠিন জায়গা। শেষবার আমরা  শ্রীলঙ্কায় শুরু করেছিলাম এবং সেই সিরিজটা ড্র করেছিলাম। আমি নিশ্চিত সামনের দুই বছর দারুণ কাটবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball