promotional_ad

আফিফকে বল ছুড়ে জরিমানা গুনলেন আফ্রিদি

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে তাকে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফলো থ্রুতে আফিফ হোসেনকে লক্ষ্য করে বল ছুড়েছিলেন এই পেসার।


যা আবার আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল-১–এর অপরাধ। আইসিসির শৃঙ্খলাবিধিতে স্পষ্ট বলা আছে বল, ক্রিকেট সরঞ্জাম বা পানির বোতল খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি ও অন্য কারোর দিকে ছুড়ে মারা শাস্তি যোগ্য অপরাধ।


promotional_ad

ঘটনাটি বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের। শাহীনের করা দ্বিতীয় বলটিতে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় শাহীনের দিকে। তিনি বল ধরেই স্টাম্পে দিকে ছুড়ে মারেন। আফিফ দাঁড়িয়েছিলেন ক্রিজের ভেতরেই।


রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি বাংলাদেশের এই ব্যাটার। বলটি গিয়ে সোজা আঘাত করে আফিফের পায়ের পেছন দিকে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন পাকিস্তানের ক্রিকেটাররাও আফিফের কাছে গিয়ে চোট গুরুতর কিনা খোঁজ নেন বটে, তবে শাহিনের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী বলেই মনে করেছে আইসিসি।


মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল এবং সোহেল তানভীর, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান ও ফোর্থ আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত শাহীনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট। সেই অনুযায়ী শাহীনের শাস্তি হয়ে নূন্যতম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball